উদয়পুর কাণ্ডের মহম্মদ রিয়াজ ISIS এর স্লিপার সেলের প্রধান, ছক ছিল জঙ্গি হামলারও !

বাংলাহান্ট ডেস্ক : তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে উদয়পুরের নৃশংস হত্যার (Udaipur Murder Case) পিছনে আইএসআইএস (ISIS) যোগ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইসলামিক স্টেটের স্লিপার সেলের উদয়পুর শাখার প্রধান ছিল ধৃত মহম্মদ রিয়াজ। এমনকি পুলিশ অনুমান করছে তার সঙ্গে যোগ রয়েছে জয়পুরের ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্রের সঙ্গেও। শুধু তাই নয়, রিয়াজের ‘লোন উলফ’ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

রাজস্থানে উদয়পুরে সাধারণ এক দরজিকে হত্যার ধরন দেখে চমকে উঠেছিল গোটা দেশ। নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর পর হত্যাকারীদের নারকীয় উল্লাস আতঙ্ক ধরিয়ে দিয়েছে দেশবাসীর মনে। এই ঘটনাকে ইতিমধ্যে সন্ত্রাসমূলক কার্যকলাপ হিসেবে চিহ্নিত করেছে সরকার। তদন্তভার তুলে দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ (NIA)-এর হাতে। তাদের তদন্ত যতই এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

09 1449645621 terrorism alqaeda india on terror threat 600

মহম্মদ রিয়াজ কি আইএসআইএস জঙ্গি?

জানা যাচ্ছে, উদয়পুর পুলিশ আগেই জানায় মহম্মদ রিয়াজের (Mohammad Riyaz) সঙ্গে বাইরের রাষ্ট্রের যোগাযোগ ছিল। এবং সেটা সম্ভবত পাকিস্তান বলেই প্রাথমিক অনুমান করে পুলিশ। জানা যাচ্ছে ধৃত দু’জনের মোবাইলে ৮টি পাকিস্তানি নম্বরের খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, পাকিস্তানের মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠন দাওয়াত-ই-ইসলামির (Dawat-i-Islami) সাহায্যেই আইসিসের সঙ্গে যোগাযোগ রাখত রিয়াজ।

ইসলামিক এই জঙ্গি সংগঠনটি ভারতেও জাল বিছিয়েছে। তাদের স্লিপার সেল (Sleeper Cell) অর্থাৎ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটির গোপন শাখার উদয়পুরের প্রধান ছিল এই মহম্মদ রিয়াজ। এমনকি প্রায় বছর পাঁচেক ধরে মহম্মদ গোশকে নিয়ে ধর্মীয় উসকানিমূলক প্রচারও পুরোদমে চালিয়ে যাচ্ছিল সে। হদিশ মিলেছে তাদের আরও এক সঙ্গীর। রাজস্থানের টঙ্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মুজেবকে। যার সঙ্গেও আইসিসের যোগের তথ্য মিলেছে বলেই খবর।

170323095310 isis one thing 1 super tease

শুধুই জঙ্গি না কী লোন উলফ?

মহম্মদ রিয়াজ আইসিসের লোন উলফ (Lone Wolf) ছিল কিনা তাও তদন্ত করে দেখছে এনআইএ। তদন্তকারীদের চিন্তায় রেখেছে রিয়াজের ফেসবুক প্রোফাইলের ছবিও। সেখানে দেখা যাচ্ছে আঙুলের মাধ্যমে একটি বিশেষ ভঙ্গি করে রয়েছে। এই ভঙ্গি সাধারণত ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সদস্যরাই ব্যবহার করে। ধৃত রিয়াজ আবার নামের শেষে আটারি শব্দবন্ধ ব্যবহার করত। এই আটারি আসলে পাকিস্তানের আটারের দাওয়াত-ই-ইসলামির পরিচয় বহন করে। তদন্ত যত এগোচ্ছে ততই উদয়পুরের হত্যাকাণ্ডের সঙ্গে আইসিসের যোগ গভীর থেকে গভীরতর হচ্ছে। জেরায় ধৃতরা জানিয়েছে, শুধু উদয়পুরের কানহাইয়ালাল-ই নয়, তাদের হিটলিস্টে ছিল জয়পুরের এক ব্যবসায়ীও। এমনকী, জয়পুরে সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনাও ছিল তাদের।

Sudipto

সম্পর্কিত খবর