বাংলা হান্ট ডেস্কঃ কয়েক মাস আগে ঘটে যাওয়া বগটুই কাণ্ডের রেশ এখনো বর্তমান রয়েছে। তৃণমূল নেতা ভাদু শেখের খুনের বদলা নিতে রামপুরহাটের বগটুইতে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং এর জেরে একাধিক গ্রামবাসীর মৃত্যুর ঘটনা এখনো টাটকা হয়ে রয়েছে মানুষের মধ্যে। মামলাটির শুনানি চলাকালীন এর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলেও এখনো পর্যন্ত তদন্তের সম্পূর্ণ কিনারা করা সম্ভব হয়নি। মানুষের মধ্যে ক্ষোভ রয়ে গিয়েছে আর এর মধ্যেই বিস্ফোরক দাবি করে বসলেন এই অগ্নিকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত আনারুল হোসেন। তাঁর দাবি, “সময় এলে সবার নাম বলব।”
উল্লেখ্য, বগটুই কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর থেকে সিবিআই গোটা এলাকা পরিদর্শন করে এবং সকলের সঙ্গে কথা বলে তদন্তের জাল গোটানোর চেষ্টায় রয়েছে। এই কাণ্ডে প্রথমেই তারা গ্রেফতার করে আনারুল হোসেনকে এবং পরবর্তীতে 109 ধারায় মামলা দায়ের করা হয়। এক্ষেত্রে আনারুলের বিরুদ্ধে অপরাধের সাহায্য করা থেকে শুরু করে প্ররোচনা দেওয়ার মতো একাধিক ধারায় অভিযোগ আনে সিবিআই। তবে প্রথম থেকেই আনারুল হোসেন দাবি করে এসেছিলেন যে, তাঁকে কেউ বা কারা ফাঁসানোর চেষ্টা করছে। বর্তমানেও নিজের বক্তব্যে দৃঢ় রয়েছেন তিনি।
রামপুরহাট জেল থেকে সিউড়ি জেলে যাওয়ার সময় আনারুল বলেন, “যেখানে ঘটনাটি ঘটেছে, সেখান থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। এটা পরিষ্কার যে, আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করে চলেছে। তবে সময় এলে আমি সবার নাম বলব।”
উল্লেখ্য, তিন মাস ধরে তদন্ত করার পর গত সোমবার সম্পূর্ণ ঘটনার চার্জশিট পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর এর মাঝে আনারুল হোসেনের এই বক্তব্য বেশ প্রাসঙ্গিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অপরদিকে সিবিআইয়ের দাবি, “যেদিন বগটুইয়ের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেদিন তৎক্ষণাৎ এলাকাবাসীরা আনারুলকে ফোন করে সম্পূর্ণ বিষয় সম্পর্কে অবগত করে। তবে এক্ষেত্রে সে পুলিশে খবর পর্যন্ত দেয়নি। ফলে সম্পূর্ণ ঘটনার পেছনে আনারুলের ভূমিকা থেকে যাচ্ছে। এক্ষেত্রে সময় মত পুলিশের কাছে অভিযোগ জানানো হলে এই ঘটনায় এড়ানো যেত।”
প্রসঙ্গত তৃণমূল নেতা ভাদু শেখ খুনের পরেই একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সম্পূর্ণ ঘটনায় একাধিক গ্রামবাসীর মৃত্যু পর্যন্ত হয়। পরবর্তীকালে আদালতে শুনানি চলাকালীন সিবিআইকে তদন্তভার দেওয়া হয়। বর্তমানে চার্জশিট পেশ করার পর সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেটাই দেখার।