বাংলাহান্ট ডেস্ক: রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) এবং বিতর্ক, যেন সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন গায়ক। পদে পদে হয়রানি, লাঞ্ছনা, অপমানের শিকার হতে হচ্ছে জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পীকে। আগে শুধুমাত্র তাঁর মন্তব্য নিয়েই সমালোচনা হত। এখন রূপঙ্করের গানের দিকেও আঙুল উঠছে। এই নিয়ে দ্বিতীয় বার তাঁর বিরুদ্ধে গান চুরির অভিযোগ আনা হল।
মনোরমা ঘোষাল নামে পেশায় এক গায়িকা অভিযোগ এনেছেন রূপঙ্করের বিরুদ্ধে। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করে তাঁর দাবি, তাঁর নিজের রচিত গান চুরি করে গেয়েছেন রূপঙ্কর। তাই তিনি পুলিসের দ্বারস্থ হয়েছেন। রূপঙ্করের পাশাপাশি কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন ওই গায়িকা।
সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেছেন, ‘সাগর তুমি’ গানটি আসলে তাঁর নিজের রচনা। জয় মাস আগে গানটির ভিডিও নিজের ইউটিউব চ্যানেল ‘মনোরমা মিউজিক’এ আপলোড করেছিলেন তিনি। পার্থ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন গানটির প্রচার করার জন্য।
মনোরমা জানান, তিনি পার্থ বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট ভাবে বলেছিলেন গানটি তাঁর নিজের। গানটির প্রচার করার জন্য যথেষ্ট পারিশ্রমিকও নিয়েছিলেন পার্থ বন্দ্যোপাধ্যায়। তার কয়েক সপ্তাহ পরে তিনি গায়িকাকে মেসেজ করে অনুরোধ করেন গানটি পাবলিক না করার জন্য।
পালটা গায়িকা কারণ জিজ্ঞাসা করায় পার্থ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর গানটি রূপঙ্কর গাইছেন। গানটির মালিকানা ছেড়ে দেওয়ার অনুরোধও নাকি করেছিলেন তিনি। এরপরেই গায়িকা দাবি করেন, রূপঙ্করের গাওয়া গানটি মুক্তি পাওয়ার পর তাঁর চ্যানেলে স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া হয় গানের ভিডিওটি।
জাতীয় পুরস্কারজয়ী শিল্পীকে নাকি ইতিমধ্যেই ফোন করা হয়েছে। মেসেজে ভিডিওর লিঙ্ক দিয়ে সবটা জানানো হয়েছে। তবুও মনোরমার গাওয়া গান বন্ধ করে দিয়ে আরেকজনকে দিয়ে গাওয়ানো হয়েছে বলে অভিযোগ। মনোরমার স্পষ্ট অভিযোগ, তাঁর অনুমতি ছাড়া গান চুরি করেছেন রূপঙ্কর এবং পার্থ। তাঁর গানটির ভিডিও আবার ফিরিয়ে দেওয়া হয়।