সত্যিই কি তবে এক দলে দেখতে দেখা যাবে কোহলি ও বাবরকে! উত্তর দিলেন জয় শাহ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এবার একই দলে খেলতে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বর্তমান পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। হ্যাঁ এমন সম্ভাবনার কথাই এবার সামনে উঠে আসছে। পরের বছর আফ্রো-এশিয়া কাপে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যেতে পারে ২ তারকাকে। সুপার ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। ফোর্বস ডট কম-এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে পরের বছর আবার এই প্রতিযোগিতা প্রত্যাবর্তন করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে।

এই প্রতিবেদনের কথা সত্যি হলে ২০২৩ আইপিএল শেষ হওয়ার পর টি-টোয়েন্টি ফরম্যাটেই এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি প্রভাকারান থংরাজ ফোর্বস কে জানিয়েছে, “হ্যাঁ এরকম একটা সম্ভাবনার কথা উঠেছে কিন্তু আমরা এখনো কোন দেশের ক্রিকেট বোর্ডের মতামত পাইনি। আমাদের পরিকল্পনা রয়েছে যে ভারত এবং পাকিস্তানের সেরা প্লেয়ারদের এশিয়া একাদশের অংশ করে তোলার। যদি এটা সত্যি সম্ভব হয় তাহলে এটি একটি খুব খুব বড় প্রতিযোগিতা হতে চলেছে।”

২০০৭ সালে আয়োজিত শেষ আফ্রো-এশিয়া কাপে মহেন্দ্র সিংহ ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায় হরভজন সিং, যুবরাজ সিং, জাহির খান এবং বীরেন্দ্র সেওবাগের মতো তারকা ভারতীয় ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিলেন। পাকিস্তান থেকে মহম্মদ ইউসুফ এবং মহম্মদ আসিফ এই একাদশের অংশ ছিলেন। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে এই দলের অধিনায়ক ছিলেন।

jay shah

আর যখন এই টুর্নামেন্টে আয়োজিত হয়েছিল তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলংকার ক্রিকেটারদের নিয়ে তৈরি এশিয়া ইলেভেন জিম্বাবোয়ে সাউথ আফ্রিকা এবং কেনিয়াকে নিয়ে তৈরি ইলেভেনকে ৩-০ ফলে সিরিজে হারিয়েছিল। বিসিসিআই সেক্রেটারি জলসা এই বিষয়ে বলেছেন যে এই টুর্নামেন্টের আয়োজন করা গেলে তা যে শুধুমাত্র প্রচুর টাকার যোগান তো দেবেই, তার সাথে এটি আফ্রিকার ক্রিকেটকেও উন্নতি করতে সাহায্য করবে। আমরা আপাতত এটি কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আইসিসি ক্যালেন্ডারের ফিট করানো যায় সেই নিয়ে ভাবছি। সেই সঙ্গে আমাদের এই প্রতিযোগিতাটি ভেন্যু নিয়েও ভাবতে হবে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর