“ভারতের বিরুদ্ধে আরও আগ্রাসী খেলবো”, জানিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ্যসমাপ্ত সিরিজে নিউজিল্যান্ডকে দুরমুশ করে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। নতুন অধিনায়ক বেন স্টোকস এবং নতুন কোচ ব্রেন্ডন ম্যাকুলামের দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম টেস্ট সিরিজ ছিল ইংল্যান্ড টেস্ট দলের। তাদের দুজনের আদর্শে অনুপ্রাণিত হয়ে এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলছে ইংল্যান্ড টেস্ট দল। গতবছরের ভাঙ্গাচোরা টিমটাকে যেন রাতারাতি বদলে দিয়েছে এই দুজনের নতুন দায়িত্ব নেওয়া। কিন্তু নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারতের বিরুদ্ধে লড়াই অতটা সহজ হবে না।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঝের ওভার গুলিতে দ্রুতগতিতে রান তুলে ম্যাচের রঙ বারবার বদলে দিয়েছেন জনি বেয়ারস্টো। কিন্তু ভারতের বিরুদ্ধে একই সমীকরণ অনুসরণ করতে গেলে বেকায়দায় পড়তে পারে ইংল্যান্ড দল। কারণ ভারতের হাতে রয়েছে একটা যশপ্রীত বুমরা, এই মুহূর্তে যার মতন ইয়র্কার এই মুহূর্তে বিশ্বের আর খুব কম বোলারই ডেলিভার করতে পারে। তিনি পাশে পাবেন মহম্মদ শামিকে, যার উপস্থিতি যে কোনও ব্যাটিং লাইনআপ কে সমস্যায় ফেলার ক্ষমতা রাখে।

সেটা জানা সত্ত্বেও ইংল্যান্ড নিজেদের খেলার ধরণ পাল্টাতে রাজি নয়। অন্তত তেমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক বেন স্টোকস। বেন স্টোকস ম্যাচ জিতে উঠেই বলে দিয়েছিলেন যে তারা তাদের ধরণ বদলাতে রাজি নন। যদিও ভারত যে আলাদা প্রতিপক্ষ সেটাও মেনে নিয়েছেন নতুন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক।

স্টোকস সাংবাদিক সম্মেলনে বলেছেন, “ভারত অবশ্যই কঠিন পরিপক্ষ। কিন্তু আমরা সম্প্রতি ৩-০ ফলে একটা টেস্ট সিরিজ জিতেছি, আর সেটাও বিশ্বজয়ীদের হারিয়ে। প্রতিপক্ষ পাল্টাচ্ছে মানেই যে আমরা নিজেদের পাল্টে ফেলবো এমনটা ভাবার কোনও কারণই নেই।


Reetabrata Deb

সম্পর্কিত খবর