মানুষ না মেশিন! বৃদ্ধর ATVM থেকে ঝড়ের গতিতে টিকিট কাটার ভিডিও মন কাড়ছে নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক : হাত তো নয়, ঠিক যেন মেশিন! মুহূর্তের মধ্যে করে ফেলছেন টিকিট কাটার কাজ। ট্রেনে টিকিট কাটার জন্য যখন আমজনতাকে দীর্ঘক্ষন ধরে অপেক্ষা করতে হয়, টিকিটে লাইনে দাঁড়িয়েও প্রতি মুহূর্তে দুশ্চিন্তা করতে হয় আদৌও ট্রেনটা পাওয়া যাবে কিনা, ঠিক সেই সময়ে এই মানুষটির কাছে দাঁড়ালে কয়েক সেকেন্ডের মধ্যেই টিকিট কাটা কমপ্লিট।

জানা গিয়েছে, দেশের নানান প্রান্তে ট্রেনের টিকিট কাটার দুর্ভোগ থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে রেলের নিজস্ব উদ্যোগেই দেশের বেশ কয়েকটি প্ল্যাটফর্মে বসছে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন (এটিভিএম)। এটিমের মতো এই মেশিনের সাহায্যে খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই নির্দিষ্ট গ্রন্তব্যের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। আর সেই মেশিনের সামনে দাঁড়িয়ে এক রেলকর্মী দুর্দান্ত কাজ করে চলেছেন। বৃদ্ধ রেল কর্মীর দৈনন্দিন জীবনের এই কার্যকলাপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে গিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ওই মেশিনের সাহায্যে টিকিট কাটছেন এক ব্যক্তি। বৃদ্ধ ওই ব্যক্তি একজন যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য নেওয়ার সাথে সাথেই জিজ্ঞাসা করছেন পরবর্তী যাত্রীর গন্তব্য কোথায়। এইভাবে চোখের পলক ফেলতে না ফেলতে ওই ব্যক্তি পরপর তিনজন যাত্রীকে এটিভিএমের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে টিকিট কেটে দিচ্ছেন।

আর সেই ভিডিও দেখে কার্যত আপ্লুত নেটনাগরিকরা। ইতিমধ্যেই যাত্রীদের অনেকেই বলতে শুরু করেছেন, ‘অবশেষে আমাদের দুর্দশা ঘুচল।’ ভিডিওটি শেয়ার করার সাথে সাথে ৮,৮০,০০০-এরও বেশি ভিউ হয়েছে। তবে চুলে পাক ধরলেও এখনো ওই ব্যক্তি যে দক্ষতার সঙ্গে তার কাজ শেষ করছেন তার রীতিমতো প্রশংসারযোগ্য বলেই মনে করছেন নেটিজেন থেকে শুরু করে রেলের কর্মকর্তারাও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর