চাপের মুখে পড়েও নিজের বক্তব্যে অনড় নির্মল মাজি, এবার তুলে ধরলেন এক যোগী পুরুষের কথা

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং মা সারদার অবতার হিসেবে তুলনা করেছিলেন শাসক দলের বিধায়ক নির্মল মাজি। আর তারপর থেকেই রাজনীতির অন্দরে তীব্র তোলপাড় শুরু হয়। বিরোধীদলের নেতা-নেত্রীরা থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন ও মঠের তরফে তার মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়। বঙ্গ রাজনীতির অন্দরে স্বয়ং মা সারদা দেবীকে নিয়ে বিতর্কিত এক মন্তব্যের পরেও নিজের মন্তব্যের প্রতি অনড় থাকলেন শাসকদলের বিধায়ক নির্মল। শুধু তাই নয় এবার তার বক্তব্যের স্বপক্ষে আরো বেশ কয়েকটা যুক্তি খাড়া করলেন।

শাসক দলের বিধায়ক নির্মল মাজির বক্তব্যকে ঘিরে যখন তোলপাড় শুরু হয়েছে, ঠিক তখনই আরো একধাপ এগিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি আমার কাছে মা সারদা, মাদার টেরেজা, সিস্টার নিবেদিতা আমার চেতনা চৈতন্য আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়।’ এর পাশাপাশি তার আরোও সংযোজন, মা সারদা ঠিক যেমন এক ঝাঁক তরুণদের নেতৃত্ব দিয়েছেন, তারপরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার বিষয়ে পরিকল্পনা করেছিলেন ঠিক তেমনই মুখ্যমন্ত্রীও একইভাবে যুবক, ছাত্র, মধ্য বয়স্ক কর্মযোগী দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের এই নেতার কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আমার ঘরের দুর্গা, আমার মা সেই কারণেই তিনি সকল ধরনের মানুষের কাছে মাতৃরূপে পূজিত হন।”

IMG 20220701 WA0012

রামকৃষ্ণ মিশন এবং মঠের তরফ থেকে যখন নির্মল মাজির বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিরোধিতা করা হয় এবং ভক্তদের মধ্যে রীতিমতো অসন্তোষ জমে ওঠে ঠিক সেইসময়ে দাঁড়িয়েই তার ফের মন্তব্য, ‘একজন আধ্যাত্মিক পুরুষ আমাকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছেন মা সারদা। আমি সেই আধ্যাত্মিক পুরুষকে বিশ্বাস করি। এটা গল্প নয় অনুভূতি।’

নির্মল মাঝি নতুন এই মন্তব্য কে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দের মধ্যে। ইতিমধ্যেই বাম নেতা সুজন চক্রবর্তী কড়া ভাষায় সমালোচনা করেছেন এই বিধায়কের। একই সঙ্গে রামকৃষ্ণ মিশন এবং মঠের পক্ষ থেকে মহারাজদের তরফেও বক্তব্য প্রকাশ থেকে বিরত থাকার জন্য নির্মল মাজিকে অনুরোধ করা হয়েছে। তবে, সর্বোপরি তার নতুন মন্তব্য যে বিতর্ককে আরোও খানিকটা বাড়িয়ে দেবে তার বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর