শুনানির জন্য কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল বোমা, ফেটে গিয়ে ধুন্ধুমার কাণ্ড আদালত চত্বরে

বাংলা হান্ট ডেস্কঃ দেশে একের পর এক আদালতে বোমা বিস্ফোরণের ঘটনা যেন বেড়েই চলেছে। সমগ্র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উল্লেখ্য, দিল্লির রোহিনী আদালতের পর এবার বিস্ফোরণের ঘটনা ঘটলো পাটনা সিভিল কোর্টে  এদিন আদালতের সামনে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইতিমধ্যেই এই ঘটনার দরুণ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সমেত আরো তিন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। তৎক্ষণাৎ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে দিয়েছে তারা।

এই ঘটনা প্রসঙ্গে পাটনার এসপি মানবজিৎ সিং বলেন, “পাটনা সিভিল কোর্টে বোমা বিস্ফোরণের ঘটনায় আমাদের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মদন সিং সহ আরো কয়েকজন ব্যক্তি গুরুতরভাবে জখম হয়েছেন। তাদেরকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।”

পুলিশ সূত্রে খবর, পাটনা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী স্থান হতে কয়েকদিন পূর্বেই প্রশাসনের তরফ থেকে বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়। সেই ঘটনার তদন্ত শেষ হতে না হতেই আদালত চত্বরে ঘটে গেল বিস্ফোরণ। কারণ হিসেবে জানা গিয়েছে যে, এদিন পাটনা সিভিল আদালতে পুলিশ বোমা মামলায় নমুনা নিয়ে রওনা হয়েছিল এবং দুর্ভাগ্যবশত, সেটি সেখানেই ফেটে যায়। সম্পূর্ণ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং জখম হন তিন ব্যক্তি।

blasts and allegations of bombing against the Trinamool in Beleghata

তবে দিল্লি আদালতের ক্ষেত্রে যেমন দুষ্কৃতীদের হাত ছিল, এক্ষেত্রে অবশ্য সেরকম কিছু হয়নি। তবে বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। যদিও বর্তমানে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করে চলেছে।


Sayan Das

সম্পর্কিত খবর