হতাশ, অসহায় ও দুঃখী! কোটি কোটি মানুষের মন ভেঙে দেবে বিরাট কোহলির এই ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলির খারাপ সময় অব্যাহত। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে যখন ব্যাট হাতে নামলেন বিরাট তখন দুই ওপেনারকে হারিয়ে ভারত একটু বেকায়দায় ছিল। প্রথম সেশন বৃষ্টির জন্য তাড়াতাড়ি শেষ হয়। তখন তাকে জমাট দেখিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একটি মাত্র ভুল সিদ্ধান্ত নিলেন, যার খেসারত গুনতে হলো নিজের উইকেট খুঁইয়ে।

কাল ১৯ বলে ১১ রান করে ইংল্যান্ডের তরুণ পেসার ম্যাটি পটস-এর বলে আউট হন কোহলি। সিদ্ধান্তহীনতায় ভুগেই এমনভাবে আউট হলের বিরাট। বিরাট কোহলির একটি বড় শক্তি ছিল আত্মবিশ্বাস। কিছু করবেন ভাবলে আগে তিনি দু বার ভাবতেন না, আজ যখন তিনি আউট হলেন তখন তার মধ্যে সেই আত্মবিশ্বাসের অভাব দেখা গিয়েছিল।

নিজের ইনিংসের ১৯ তম বলে বিরাট কোহলি প্রথমে ভাবেন যে ডেলিভারিটি ডিফেন্ড করবেন কিন্তু তারপর দেখেন বল্টু অফস্ট্যাম্পের কিছুটা বাইরে রয়েছে তাই শুধুমাত্র প্যান্ট দিয়ে ব্যাগ সরিয়ে নিতে চান। কিন্তু ততক্ষণে তিনি ব্যাট সরিয়ে নিতে চান ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। বল এসে তার ব্যাটের কানায় লেগে উইকেট নাড়িয়ে দেয়। ফলে আরো একবার ব্যর্থতার স্বাদ নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় তাকে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কতটা হতাশ।

আগের বছরের চারটি টেস্ট এবং পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে মিলিয়ে মোট আটটি ইনিংসে বিরাট কোহলি কেবলমাত্র ২২৯ রান করেছেন। দুবার পঞ্চাশের গণ্ডি অতিক্রম করেছেন সর্বোচ্চ রান ৫৫, এসেছিল লিডস টেস্টের দ্বিতীয় ইনিংসে। তার হাতে এখনো আরেকটি ইনিংস রয়েছেন সেই ইনিংসে এই ইনিংসের করা ভুলটি আবার করতে চাইবেন না বিরাট কোহলি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর