দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বুমরার ভারত, ব্যাকফুটে ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের দাপটে বেকায়দায় ইংল্যান্ড। ব্যাট হাতে একটি ক্যামিও খেলার পর বল হাতে ইংল্যান্ডের টপ অর্ডার কে ধ্বংস করে দিয়েছিলেন বুমরা। তারপর মিডল অর্ডারকে ভাঙ্গার দায়িত্ব নিয়ে নিলেন সিরাজ। অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি এবং উইকেটরক্ষক অলি পোপকে ফিরিয়েছিলেন বুমরা। ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুটকে ফেরান সিরাজ। এরপর নাইট ওয়াচম্যান লিচকে ফেরান শামি।

এখনই নিশ্চিন্ত হওয়ার কিছু নেই ভারতের। দ্বিতীয় দিনের শেষে ৮৪ রান তুলে ৫ উইকেট হারিয়ে ফেলেছে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমন অবস্থা থেকেও জনি বেয়ারস্টোর ব্যাটে ভর করে নিজেদের জয় নিশ্চিত করেছিল ইংল্যান্ড। আর সঙ্গে সঙ্গি হিসেবে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাদের মধ্যে ১০০ বা ১৫০ রানের একটি বড় পার্টনারশিপ হলে ভারত চাপে পড়ে যেতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকবার এমন অবস্থা হলেও এই দুজন ব্যাটসম্যান ইংল্যান্ডকে উদ্ধার করেছিলেন।

ভারত যে এই মুহূর্তে এই জায়গায় রয়েছে তার কৃতিত্ব মূলত চার জনকে দিতে হয়। এই চারজন হলেন রিশভ পন্থ, রবীন্দ্র জাদেজা, অধিনায়ক যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। জাদেজা এবং রিশভ দুর্দান্ত ব্যাটিং করে জয়ের জন্য যে ভিত গড়েছিলেন তার ওপরই অসাধারণ বোলিং করে জয়ের ইমারত গড়ার চেষ্টা করেছেন বুমরা এবং সিরাজ।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৪১৬ (রবীন্দ্র জাদেজা ১০৪, রিশভ পন্থ ১৪৬, জিমি অ্যান্ডারসন ৫/৬০)
ইংল্যান্ড ৮৪/৫ (রুট ৩১, বুমরা ৩/৩৫)


Reetabrata Deb

সম্পর্কিত খবর