বাংলাহান্ট ডেস্ক: ইউটিউবার (Youtuber) কিরণ দত্তকে (Kiran Dutta) কে না চেনে। সফলতম বাঙালি ইউটিউবারদের মধ্যে তাঁর নাম থাকবে তালিকার উপর দিকেই। মজাদার সব কন্টেন্ট বানিয়ে মানুষকে হাসাতে কিরণের জুড়ি মেলা ভার। কিন্তু তাঁর সাম্প্রতিক পোস্টে উপচে পড়েছে একরাশ মনখারাপ। আরেক ইউটিউবারের অকালমৃত্যুতে শোকস্তব্ধ কিরণ।
ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনেছেন বিদেশি ইউটিউবার অ্যালেক্স। তাঁর এমন আচমকা মৃত্যু মেনে নিতে পারছেন না কিরণ। ফেসবুকে একটি লম্বা পোস্টে আবেগ উজাড় করে দিয়েছেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর ক্ষোভ, হতাশা। কী লিখেছেন কিরণ?
তিনি লিখেছেন, ‘অ্যালেক্স তুমি হয়তো চাইতে না তোমায় সবাই চিনুক কিন্তু আমি তোমার গল্প সবাইকে না বলে পারছিনা।অ্যালেক্স তোমায় সবাই চিনুক, সবাই ভালোবাসুক।
অ্যালেক্স আমার মতোই একজন ইউটিউবার। অবশ্য অ্যালেক্স আসল নাম, ইন্টারনেটে সবাই অ্যালেক্সকে টেকনোব্লেড নামেই চেনে। অ্যালেক্স নিজের মুখ, নিজের পরিচয় গোপন রেখেই গেমিং ভিডিও বানাতো ইউটিউবে এবং ওর সাবস্ক্রাইবার এক কোটির ও বেশি। আমি মাইনক্রাফট গেমের অনেক কিছুই অ্যালেক্সের থেকে শিখেছি।গত কয়েক মাস অ্যালেক্স ভিডিও দেয়নি ঠিকমতো। তবে গতকাল একটা ভিডিও দিয়েছে, এই ভিডিও টা না এলেই বোধ হয় ভালো হতো।’
এরপরেই সেই ভয়াবহ খবরটা দিয়েছেন কিরণ। ক্যানসারের সঙ্গে যুদ্ধে প্রয়াত অ্যালেক্স আর নেই। কিরণ লিখেছেন, ‘অ্যালেক্স ওর ভিডিও তে জানিয়েছে ওর ফ্যানরা এভাবে ওকে সাপোর্ট করার জন্য ও অনেক কিছু করতে পেরেছে। ওর ভাই বোনদের আর পড়াশোনায় কোনো অসুবিধা হবেনা কারন অ্যালেক্স ইউটিউব থেকে সেরকম রোজগার করে গেছে।’
শুধু নিজে রোজগার করেননি অ্যালেক্স। তাঁর মতো ক্যান্সার আক্রান্তদের জন্য টাকা তুলে রেখে গিয়েছেন তিনি যাতে কারোর চিকিৎসায় গাফিলতি না হয়। ক্ষোভ উগরে দিয়েছেন কিরণ, ‘অনেকেই বলে আর বলবেও , ইউটিউবাররা সব ধান্দাবাজ, আলতু ফালতু ভিডিও বানিয়ে শুধু ফেম চায়।’
ইউটিউবাররা নাকি শুধু টাকা কামাতে চায়। এমন কথা মানুষ বলতেই পারে। কিন্তু এই ইউটিউবের দুনিয়ায় অ্যালেক্সের মতো মানুষও ছিল। তাঁদের মতো মানুষদের যেন ওই তালিকা থেকে বাদ রাখা হয়। প্রয়াত অ্যালেক্সের হাসিমুখের একটি ছবিও জুড়ে দিয়েছেন কিরণ। পাশে জ্বলজ্বল করছে তাঁর ইউটিউব থেকে প্রাপ্ত গোল্ডেন প্লে বাটন।