বাংলা হান্ট ডেস্ক: রাস্তায় গাড়ি কিংবা বাইক নিয়ে বেরোলেই সেটির প্রয়োজনীয় কাগজপত্র সাথে থাকা এবং দুর্ঘটনা এড়াতে বাইক আরোহীদের হেলমেট অবশ্যই পরা প্রয়োজন। ইতিমধ্যেই এই বিষয়ে রাস্তায় পুলিশি নজরদারিও পরিলক্ষিত হয়। এমনকি, কোথাও কোনো খামতি থাকলেই জরিমানা বাবদ চালান কাটা হয় সংশ্লিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে। তবে, এবার স্কুটি চালকরাও রাস্তায় বেরোনোর আগে হয়ে যান সতর্ক। না হলে বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে আপনাকেও।
সম্প্রতি জানা গিয়েছে যে, এবার থেকে স্কুটার নিয়ে রাস্তায় বেরোনোর পর ট্রাফিক আইন ভাঙলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। তবে, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, জরিমানার অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে যে কারোরই। মূলত, এর ফলে স্কুটার চালকদের হতে পারে ২৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা! হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা একদমই সত্যি।
তাই, অবশ্যই এবার থেকে সচেতন হন এবং প্রয়োজনীয় নথিপত্র ও হেলমেট নিয়ে সতর্কতার সাথে রাস্তায় বেরোন। তবে, ঠিক কোন কোন বিষয় লঙ্ঘিত হলে এই বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে চালকদের সেই প্রসঙ্গটিরও উপস্থাপনা করা হল এই প্রতিবেদনে।
জানা গিয়েছে যে, ২০১৯ সালের ট্রাফিক নিয়ম অনুযায়ী এই জরিমানাগুলি লাগু করা হবে। যেখানে আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলে বা হেলমেট না পরে থাকলেও কয়েক হাজার টাকা জরিমানা বাবদ দিতে হবে। তবে এখানেই শেষ নয়, বরং আরও কিছু নির্দিষ্ট বিষয়ের ওপরেও এই জরিমানা লাগু করা হবে।
মূলত, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই স্কুটার চালান অর্থাৎ আপনার যদি লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আপনাকে জরিমানা হিসেবে ৫,০০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে। এর পাশাপাশি, সফরকালে মাথায় হেলমেট না থাকলেও দিতে হবে হাজার টাকার জরিমানা।
শুধু তাই নয়, আপনার স্কুটারের বীমা বা ইন্স্যুরেন্স না থাকলেও সেটা বাবদ টাকা গুণতে হবে আপনাকে। এক্ষেত্রে জরিমানা ধার্য করা হয়েছে ২,০০০ টাকা। এছাড়াও, এয়ার পলিউশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বা তার মান ভঙ্গ করলে দিতে হবে ১০,০০০ টাকার জরিমানা। তাই, এই সকল জরিমানা এড়াতেই আজই সতর্ক হয়ে করুন স্কুটার সফর।