বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, এমন মানুষ খুঁজে পাওয়া বেজায় মুশকিল। প্রতিটি মানুষের হাতে মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ এবং অন্যান্য যন্ত্রের মাধ্যমে আমাদের চার দেওয়ালের ভেতর ধরা দেয় গোটা বিশ্ব। বিশেষত নেট মাধ্যমে এমন অনেক বৈচিত্রময় ভিডিও থাকে, যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কখনো কল্পনাই করতে পারিনা। এ সকল দৃশ্যগুলি এতটাই বৈচিত্র্যময় হয়, যে তা দেখে হতবাক হয়ে পড়ে গোটা বিশ্ববাসী। প্রধানত জীবজন্তুদের জীবনধারার ওপর এই সকল ভিডিও তৈরি করা হলেও বহুক্ষেত্রে মানুষের বিভিন্ন কীর্তির কথাও তুলে ধরা হয় এখানে।
সম্প্রতি এহেন একটি ভিডিও ভাইরাল হয়ে চলেছে, যেখানে রাস্তার মধ্যে গাড়ির ভিড় মাঝে ঘোড়ার পিঠে চড়ে পথ অতিক্রম করতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। ভিডিওর বিষয়বস্তু জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
Just a vibe নামক youtube একাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। ভিডিওর প্রথমে মুম্বইয়ের একটি রাস্তার দৃশ্য উঠে আসে সকলের সামনে, যেখানে বেশ কয়েকটি দুই ও চার চাকার গাড়িকে অগ্রসর হতে দেখা যায়। তবে সেই মুহূর্তে উঠে আসে এক হতবাক করা দৃশ্য। বৃষ্টির মধ্যেই রাস্তায় সকল যানবাহন মাঝে একটি সাদা ঘোড়াকে চলতে দেখা যায় এবং তার ওপরে বসে থাকে এক ব্যক্তি। তার পোশাক এবং পিঠের ব্যাগ থেকে পরিষ্কার বোঝা যায় যে, সে খাবার সরবরাহকারী সংস্থার কর্মী তথা ডেলিভারি বয়। মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার তার দায়িত্ব। তবে এক্ষেত্রে সাইকেল কিংবা দু’চাকা গাড়ি ছেড়ে অবশেষে ঘোড়ার পিঠে চড়ে ব্যক্তির অগ্রসর হওয়ার পেছনে কি কারণ রয়েছে, তা স্পষ্ট হয়নি।
https://youtu.be/H54-MYgEiTc
তবে তার এই কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়েছে বহু মানুষ। এক ব্যক্তি যেমন লেখেন, “গাড়ি ছেড়ে শেষ পর্যন্ত ঘোড়ার পিঠে চড়ে খাবার সরবরাহ করছে মানুষটি।” ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তা জনপ্রিয় হয়ে ওঠে এবং সকলেই লাইক দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করে।