বাংলা হান্ট নিউজ ডেস্ক: টেস্ট ক্রিকেট জুড়ে এই মুহূর্তে চলছে পরিবর্তনের হাওয়া। লোকেশ এর টেস্ট ক্রিকেট দেখতে পছন্দ করছেন কিন্তু আগের চেয়ে একটু অন্য কারণে। টেস্ট ক্রিকেটে এখন অনেক বেশি ম্যাচের ফলাফল হচ্ছে যা আগে দেখা যেত না। এর মূল কারণ হলো পরিবর্তিত চিন্তাভাবনা। টেস্ট ক্রিকেট মানে যেখানে আগে ছিলরক্ষণাত্মক মনোভাব এখন সেই ধারণার পরিবর্তন ঘটেছে।
রিশভ পন্থ বা জনি বেয়ারস্টোর মত ক্রিকেটাররা এখন টেস্ট ক্রিকেটের সংজ্ঞা বদলে দিচ্ছেন। আগে চতুর্থ ইনিংসে তিনশোর উপর রান তাড়া করতে যেতে প্রতিদিন দুবার ভাবতো। কিন্তু এখন পন্থ কিংবা বেয়ারস্টোর মত ক্রিকেটাররা দলে থাকলে দলগুলি সেই রান তাড়া করে জেতার জন্য ঝাঁপাচ্ছে। ফলে ম্যাচের ফলাফল বাড়ছে যা দর্শকদের টেস্ট ক্রিকেটের প্রতি আবার আকৃষ্ট করে তুলছে।
তো এটাই কি আসল টেস্ট ক্রিকেট? বিশুদ্ধ বাদীরা অনেকেই প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্নের উত্তর সহজে পাওয়ার নয় কিন্তু তাদের শান্তি দেওয়ার জন্য রয়েছেন চেতেশ্বর পুজারা। বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেট যখন আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সদ্য ভারতীয় ওপেনার বনে যাওয়া পুজারা নিজের সেই ওল্ড স্কুল মেথড বজায় রাখছেন। কাল শুভমান গিল তাড়াতাড়ি আউট হওয়ার পর চেতেশ্বর পুজারা ১৩৯ বল খেলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন।এই অর্ধশতরান ভারতকে এখন বড় লিড নেওয়ার দিকে অগ্রসর করাচ্ছে। ক্লাসিক টেস্ট ক্রিকেটে প্রথম নিজের ব্যাটিংয়ে বজায় রেখেছেন পুজারা। পরিবর্তনের পথের না হেটে সনাতন পদ্ধতিতেই তিনি দলের কাছে নিজেকে অপরিহার্য করে তুলছেন।
ভারতের হাতে এই মুহূর্তে ২৫৭ রানের লিড রয়েছে। উল্টোদিক থেকে তিনটি উইকেট পড়ে গেলেও ভারতীয় ব্যাটিং অর্ডার কে ধরে রেখেছিলেন পুজারা। দিনের শেষে এসে তাকে যোগ্য সঙ্গ দেন ফর্মে থাকা পন্থ। মাঝে একটি অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। একবিংশ শতাব্দীতে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে তিনি বার্মিংহামে অর্ধশত রানের গণ্ডি পার করলেন কাল। শেষবার ১৯৮৬ সালে ভারতের ইংল্যান্ড সফরে সুনীল গাভাস্কার বার্মিংহামে অর্ধশতরান করতে পেরেছিলেন। আজ তার এবং পক্ষের ওপর নির্ভর করবে যে ভারত সাড়ে তিনশো রানের বেশি লক্ষ্য ইংল্যান্ডকে দিতে পারবে কিনা।