বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ইনিংসে শতরান করেছিলেন। ইংল্যান্ড বোলারদের নাস্তানাবুদ করে ৮৯ বলে নিজের শতরান সম্পূর্ণ করেছিলেন। ১৪৪ রান করার পর আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করে রিশভ পন্থ ৫৭ রানে আউট হলেন। সঙ্গে তিনি ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় উইকেট কিপারে পরিণত হলেন তিনি এক টেস্টে এক ইনিংসে শতরান এবং অপর ইনিংসে অর্ধশতরান করার কীর্তি গড়েছেন।
৪৯ বছর আগে ভারতীয় উইকেট-রক্ষক ফারুক ইঞ্জিনিয়ার এমন কীর্তি করেছিলেন। ১৯৭৩ সালে ইংল্যান্ডের ভারত সফরে মুম্বাই টেস্টে এই কীর্তি করেছিলেন ইঞ্জিনিয়ার। মুম্বাই টেস্টে তিনি এক ইনিংসে ১২১ এবং অপর ইনিংসে ৬৬ রান করেছিলেন।
এদিকে রিশভ পন্ত প্রথম ইনিংসে যতটা আগ্রাসী ছিলেন দ্বিতীয় ইনিংসে নিজেকে ততটাই গুটিয়ে রাখলেন। অর্ধশত রান করা পুজারা ৬৬ রানে আউট হয়েছেন। আবারো হতাশ করেছেন শ্রেয়াস আইয়ার অ্যান্ডারসনের শর্ট বল পুল করতে গিয়ে তিনি শট মিড উইকেটে ক্যাচ দিয়ে বসেন। লাঞ্চের সময় ভারতের স্কোর ২২৯। তারা হারিয়ে ফেলেছে ৭ উইকেট। ক্রিজে রয়েছেন জাদেজা এবং শামী। লিড আপাতত ৩৬১ রানের।
গতকালের ম্যাচের শেষে আক্রমণাত্মক সুর শোনা গিয়েছিল জনি বেয়ারস্টোর গলায়। সাংবাদিক সম্মেলনের স্পষ্ট করে দেন যত বড় টার্গেটে ভারত তাদের সামনে রাখুক না কেন তারা সেই টার্গেটটি অর্জন করার জন্য ঝাঁপাবে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ইনিংসে বেশ কয়েকবার বড় রান তাড়া করে জয় পেয়েছে তারা। নিউজিল্যান্ডের চতুর্থ ইনিংসে ভারত ইংল্যান্ডের সামনে অনেক বড় রানের লক্ষ্য রাখতে চলেছে। সিরিজে ২-১ ফলে এগিয়ে রয়েছে ভারত। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ জয়ের কোনো সম্ভাবনা নেই। ড্র হলেও ভারত সিরিজ জিতে বেরিয়ে যাবে।