টেবিলক্লথ ৩০ হাজার টাকা, কাপ প্লেট ৫ হাজার! বিদেশে গিয়ে ভারতীয়দের ঠকিয়ে লুটছেন প্রিয়াঙ্কা

বাংলাহান্ট ডেস্ক: বলিউড থেকে হলিউডে গিয়ে জাঁকিয়ে বসেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বিদেশেও বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন দেশি গার্ল। টুকটাক ছবিতে অভিনয় তো করছেনই, পাশাপাশি আরো একগুচ্ছ ব‍্যবসা ফেঁদে বসেছেন প্রিয়াঙ্কা। তাঁর একটি রেস্তোরাঁ রয়েছে, যার নাম ‘সোনা’। এছাড়াও একটি গৃহস্থালীর জিনিসপত্রের ব্র‍্যান্ডও এনেছেন তিনি, নাম ‘সোনা হোম’।

এই রেস্তোরাঁ আর ব্র‍্যান্ড দুটোই এখন ট্রোল হচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়। কারণ, সবকিছুর আকাশ ছোঁয়া দাম। কয়েকটা উদাহরণ দিলেই তা বুঝতে পারবেন। ‘পান্না’ নামে একটি টেবিলক্লথ রয়েছে সোনা হোমের ওয়েবসাইটে। তার দাম ভারতীয় মুদ্রায় ৩১ হাজার টাকা। আবার একটি কাপ প্লেটের দাম ৫৩০০ টাকা, ছটা চাটনির পাত্রের দাম ১৫ হাজার টাকা!

sona home 1656742935094 1656742935287
দামের বহর দেখে হেসে বাঁচেন না নেটিজেনরা। হাসাহাসির পাত্র হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা আর তাঁর ব্র‍্যান্ড। একজন লিখেছেন, ‘এতটা ধনী যেন একদিন হতে পারি যাতে দুবার না ভেবেই ৩০ হাজার টাকার টেবিরক্লথ কিনতে পারি।’ আবার কয়েকজন কটাক্ষ করেছেন, বিদেশে গিয়ে নিজেকে খুব বুদ্ধিমতী ভাবতে শুরু করেছেন প্রিয়াঙ্কা। দেশি লোকজনদের বোকা ভাবছেন নাকি তিনি?

অনেকে বলছেন, সম্ভবত সোনা হোমের মূল খদ্দের সম্ভবত মার্কিনিরা। তবে সেখানেও কয়েকজন দাবি করেছেন, খুব ধনী না হলে মার্কিনিরাও এসব কিনতে পারবেন না। একজন আমেরিকা নিবাসীও স্বীকার করেছেন, প্রিয়াঙ্কার ব্র‍্যান্ডের জিনিসপত্রের দাম সত‍্যিই খুব চড়া।

https://www.instagram.com/reel/CfHbkodpl3Q/?igshid=YmMyMTA2M2Y=

প্রিয়াঙ্কা আপাতত মেয়ে মালতী এবং নিজের আসন্ন ছবির শুটিং নিয়ে ব‍্যস্ত। চলতি বছরের জানুয়ারি মাসে মা হওয়ার খবর ঘোষনা করেন প্রিয়াঙ্কা। আর মাদার্স ডের দিন মেয়ে মালতীকে প্রকাশ‍্যে আনেন প্রিয়াঙ্কা। অন‍্যদিকে তিনি এই মুহূর্তে ‘সিটাডেল’ এর শুটিং সারছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর