বাংলাহান্ট ডেস্ক: সিনেজগতে চূড়ান্ত ব্যস্ত থেকেও রাজনীতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল থাকেন অক্ষয় কুমার (Akshay Kumar)। যেকোনো রাজনৈতিক ইস্যু নিয়ে সম্যক ধারনা রয়েছে অভিনেতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারও নিয়েছেন অক্ষয়। তবে তিনি নিজে কি কখনো রাজনীতিতে আসবেন?
সম্প্রতি একটি বই প্রকাশ অনুষ্ঠানে অক্ষয়ের কাছে এই প্রশ্নটাই রাখা হয়েছিল। রাজনীতিতে কি কখনো দেখা মিলবে তাঁর? উত্তরে অভিনেতা স্পষ্টই জানান, তিনি সিনেমার জগতেই ভাল আছেন। রাজনীতিতে আসার আপাতত কোনো ইচ্ছা নেই তাঁর।
অক্ষয় বলেন, “আমি ছবি বানিয়েই খুব খুশি। একজন অভিনেতা হিসাবে সমাজকে সচেতন করতে আমি সর্বত্র এবং সবসময় চেষ্টা করি। আমি ১৫০ টা ছবি বানিয়েছি। এর মধ্যে আমার হৃদয়ের কাছাকাছি রয়েছে রক্ষা বন্ধন। আমি বাণিজ্যিক ছবি বানাই, কখনো সামাজিক বার্তা দিয়ে। বছরে তিন চারটে সিনেমা বানাই আমি”।
গত কয়েকটি ছবি থেকে ফিল্মি কেরিয়ারে ভাঁটার টান চলছে অক্ষয়ের। একের পর ছবি ফ্লপ হয়ে চলেছে তাঁর। শুরু হয়েছিল বচ্চন পাণ্ডে দিয়ে। সম্রাট পৃথ্বীরাজও মাথা তুলতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল। এমনকি ছবির প্রযোজকও রেগে গিয়েছিলেন অক্ষয়ের উপরে।
অভিনেতার একগুচ্ছ অভিযোগ এনেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। অক্ষয় নাকি হাতে একগাদা ছবি রাখেন। তারপর এক একটা ছবি কোনোমতে দায়সারা ভাবে সারেন। কোনো ছবির প্রতিই নিজের সম্পূর্ণটা দেন না। পৃথ্বীরাজ চরিত্রটির জন্য আসল গোঁফ পর্যন্ত বাড়াতে চাননি অক্ষয়!
খিলাড়ির সময়টা খারাপ যাচ্ছে ভেবে অনেকে অনুমান করেছিলেন, এবার হয়তো সিনেমার পাশাপাশি রাজনীতিতেও পা রাখবেন অক্ষয়। কিন্তু সে গুড়ে বালি। ছবি যতই ফ্লপ হোক না কেন, যতই ট্রোল হোক না কেন, অক্ষয় থাকবেন বলিউডেই।
অক্ষয়ের হাতে আপাতত কয়েকটি ছবি রয়েছে। শেষ ছবি ‘বচ্চন পাণ্ডে’ ফ্লপ করেছে। আগামীতে রাম সেতু ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়াও রঞ্জিৎ তিওয়ারির সিন্ডারেলা ছবিতেও অভিনয় করছেন অক্ষয় কুমার।