বাংলাহান্ট ডেস্ক: ‘রৌদ্রম রণম রুধিরম’ সংক্ষেপে ‘আর আর আর’ (RRR) যা বদলে দিয়েছিল ভারতীয় চলচ্চিত্রে হিট ফ্লপের সংজ্ঞা। খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলির লার্জার দ্যান লাইফ সিনেমা ঝড় তুলেছিল বিশ্ব সিনেমার বক্স অফিসে। দর্শকরাও ঢালাও প্রশংসা করেছিল আর আর আর এর। সেই ছবিকেই ‘সমকামীদের প্রেমকাহিনি’ বলে কটাক্ষ করলেন রেসুল পুকুট্টি (Resul Pookutty)।
অস্কারজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি ভারতীয় চলচ্চিত্রের আইকনিক সব ছবিতে কাজ করেছেন। তাঁর অভিজ্ঞতার ঝুলিতে উপচে পড়ে। কিন্তু আর আর আর তাঁকে মুগ্ধ করতে ব্যর্থ। এমনকি ছবিটিকে খোঁচা মারতেও ছাড়েননি তিনি। তাঁর নিশানায় এসেছে আলিয়া ভাটও।
শুরু হয় অভিনেতা তথা লেখক মুনিশ ভরদ্বাজের একটি টুইট দিয়ে। বলা বাহুল্য, আর আর আর পছন্দ হয়নি তাঁরও। ব্যঙ্গ করে তিনি লিখেছেন, ‘গত রাতে আর আর আর নামে একটি আবর্জনার ৩০ মিনিট দেখলাম।’ ওই টুইটের উত্তরে রেসুল লেখেন, ‘সমকামীদের প্রেমকাহিনি’। তিনি আরো দাবি করেছেন, আলিয়া ভাটকে নাকি মুখ দেখানোর জন্য আনা হয়েছিল।
দুজনের এই খোঁচা ভালভাবে নেননি আর আর আর ভক্তরা। একটা ছবি যেখানে গোটা বিশ্ব দেখেছে এবং প্রশংসা করেছে সেখানে রেসুল এমন কটাক্ষ কীভাবে করতে পারেন? তাঁর ভাল নাই লাগতে পারে কিন্তু সেটা বলারও একটা ধরণ থাকে বলে মন্তব্য করেছেন নেটনাগরিকরা।
একজন লিখেছেন, যদি সমকামীদের নিয়ে সিনেমাটা হতই তাহলেও তো লজ্জার বা কটাক্ষ করার কিছু নেই। যিনি অস্কার জিতেছেন তার কাছে এমন মন্তব্য আশা করা যায় না।
উল্লেখ্য, এর আগেও ছবিটির সঙ্গে সমকামিতার যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছিল। রাম চরণ এবং জুনিয়র এনটিআর এর চরিত্র দুটির রসায়ন দেখে এমনি সন্দেহ করেছিলেন দর্শকদের একাংশ। শুধু তাই নয়, ছবিতে আলিয়ার নূন্যতম সংলাপ থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল।
যদিও ছবির প্রচারের সময়েই আলিয়া বলেছিলেন, তাঁর চরিত্রটি ছোট হতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেটিজেনদের রোষের মুখে পড়ে রেসুল অবশ্য পরে দাবি করেন, তিনি শুধু আন্তর্জাতিক দর্শকদের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরেছিলেন। কিন্তু বিতর্ক থামেনি।