ত্রিপুরার হয়ে খেলা নিশ্চিত ঋদ্ধিমানের, নিশ্চিত করলেন এক TCA সদস্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের অন্যতম সেরা উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে এবার দেখা যাবে ত্রিপুরার জার্সিতে। সেখানে পরামর্শদাতা এবং ক্রিকেটার দুই হিসাবেই কাজ করবেন ঋদ্ধিমান। বঙ্গ উইকেটরক্ষক গত সপ্তাহেই সিএবির কাছ নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে দেখা গিয়েছে। তারপরেই ত্রিপুরা ক্রিকেট বোর্ডের এক সদস্য জানিয়েছেন যে বঙ্গ উইকেটরক্ষকের ত্রিপুরায় যোগ দেওয়া প্রায় পাকা।

বছরের শুরুর দিকে ব্যক্তিগত সমস্যার কারণে রঞ্জি ট্রফিতে মাঠে না নামায় তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান সিএবি যুগ্মসচিব দেবব্রত দাস। ব্যাপারটি মেনে নিতে পারেননি ঋদ্ধি। যার জেরেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। তিনি চেয়েছিলেন তার কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া হোক। কিন্তু সেই কাজও না হওয়ায় আর বেশি ভাবতে হয়নি ঋদ্ধিমানকে।

বাংলার নিয়মিত উইকেটরক্ষক দীপ দাশগুপ্ত ইন্ডিয়ান ক্রিকেট লিগ খেলতে যাওয়ায় ২০০৭/০৮ মরশুমের রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে নামার সুযোগ পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা। দুই হাতে সেই সুযোগটা লুফে নিয়েছিলেন বঙ্গ উইকেটরক্ষক। রঞ্জি অভিষেকেই হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। পঞ্চদশ তম বাংলার ক্রিকেটার হিসেবে তিনি রঞ্জি ট্রফিতে অভিষেকে শতরান করেছিলেন। এরপর ঋদ্ধিমান সাহা ১২২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৬৪২৩ রান করেছেন, যার মধ্যে শামিল রয়েছে ১৩টি শতরান এবং ৩৮টি অর্ধশতরান। তাছাড়াও ১০২টি ‘লিস্ট এ’ ম্যাচ খেলে ২টি শতরান এবং ১৯টি অর্ধশতরান সহ তিনি ২৭৬২ রান করেছেন।

ত্রিপুরা ক্রিকেট বোর্ডের ওই অফিসিয়াল জানিয়েছেন, “৪০টি টেস্ট খেলা তারকার উপস্থিতিতে ত্রিপুরার ক্রিকেট অভূতপূর্ব ভাবে লাভবান হবে। খুব সম্ভবত জুলাই মাসের ১৫ তারিখ তারকা উইকেটরক্ষক ব্যাটার টিসিএ-র (ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন) সাথে চুক্তিতে সই করবেন। যদিও এখনও ঠিক হয়নি যে তাকে দলের অধিনায়কত্ব দেওয়া হবে কিনা।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর