বাংলাহান্ট ডেস্ক : নূপুর শর্মা বিতর্কে এবার মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এখনও গ্রেফতার হননি নূপুর শর্মা (Nupur Sharma)? সোমবার একটি জাতীয় সাংবাদ মাধ্যমের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই প্রশ্নই তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এরই সঙ্গে বিজেপিকেও তীব্র আক্রমণ শানালেন করলেন তৃণমূল (TMC) সুপ্রিম।
বিজেপি আগুন নিয়ে খেলছে
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) অভিযোগ করেন, দেশ জুড়ে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ঘৃণার মাধ্যমে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা। এরপরই নূপুর শর্মার (Nupur Sharma) গ্রেফতারি বিষয়ে মন্তব্য করেন তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আগুন নিয়ে খেলা উচিত নয়। বিজেপি আগুন নিয়ে খেলছে।’
সাম্প্রদায়িক ঐক্যের ধ্বনি তুলে মমতা বলেন, ‘আমার কাছে সবাই সমান। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন-সবাই এক।’ প্রসঙ্গত, নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় মামলা দায়ের হয়েছে মামলা। ইতিমধ্যেই লুকআউট নোটিসও জারি করেছে কলকাতা পুলিস (Kolkata Police)।
লুক আউট নোটিশ কী?
প্রসঙ্গত, কোনও ব্যক্তির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়, তাহলে সেই ব্যক্তি দেশ ছেড়ে যেতে পারেন না। সাধারণত, পুলিশ বা অন্য কোনও তদন্তকারী সংস্থা কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বা অন্য কোনও বিশেষ কারণে তলব করার পরও সেই ব্যক্তি নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হতে পারে। সে ক্ষেত্রে যার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি হয়, তিনি দেশ ছেড়ে যেতে পারেন না।
এর আগে বিতর্কিত মন্তব্যের জন্য নূপুর শর্মার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানাতে একটি এফআইআর দায়ের করেছিলেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ও আইনজীবী আবু সোহেল। নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গে প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়াসহ আরও বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়। এদিন নূপুরকে দ্রুত গ্রেফতার করা না হলে প্রয়োজনে সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা