কালী আমার কাছে মাংস-মদ গ্রহণকারী দেবী! মহুয়া মৈত্রর মন্তব্যে বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শাসক দল তৃণমূল কংগ্রেসের। বর্তমান সময়ে দাঁড়িয়ে শাসক দলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা দেবদেবীকে কেন্দ্র করে একাধিক মন্তব্য করছেন যার জেরে রীতিমতো তোলবার শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। বিধায়ক নির্মল মাঝি এবং বিশ্বজিৎ দাসের মন্তব্যকে ঘিরে যখন জল্পনা শুরু হয়েছে ঠিক তখনই মা কালীকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করলেন সাংসদ মহুয়া মৈত্র। তার কথায়, ‘মা কালী আমার কাছে মাংস খাওয়া, মদ গ্রহণকারী দেবী।’ শুধু তাই নয়, তৃণমূল নেত্রীর আরও সংযোজন, “ভারতেই এমন জায়গা আছে, যেখানে দেব-দেবীকে হুইস্কি দেওয়া হয়। আবার এমন জায়গা আছে, যেখানে সেটা ধর্মীয় বিরুদ্ধারণ হয়ে যাবে।”

জানা গিয়েছে, ‘কালী’ সিনেমার পোস্টার বিতর্ক নিয়ে মহুয়াকে প্রশ্ন করা হলে তার সাফ কথা, ঈশ্বরকে নিয়ে নিজের মতো করে কল্পনা করার স্বাধীনতা সবার আছে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, ‘আপনি যদি ভুটানে যান, বা উদাহরণস্বরূপ সিকিমে যান, তাঁরা সকালে পুজোর সময় দেবদেবীকে হুইস্কি দেন। এবার আপনি যদি উত্তরপ্রদেশে গিয়ে বলেন যে ভগবানকে প্রসাদ হিসেবে হুইস্কি দিচ্ছেন, তাহলে তাঁরা সেটাকে ধর্মীয় ভাবাবেগে আঘাত বলবেন। ’ইতিমধ্যেই, ডকুমেন্ট্রি ফিল্মমেকার লীনা মানিমেকালাইয়ের ‘কালী’ সিনেমার ‘অবমাননাকর’ পোস্টারকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি পোস্ট করার পর থেকেই নেটিজেনরা ক্ষোভে ফুটতে শুরু করেন। শুধু তাই নয় পোস্টারটি নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হতেই গতকাল দিল্লি আদালতে পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক মহিলা আইনজীবী। এমনকি, পরিচালককে গ্রেফতারেরও দাবি করা হয়।

mahua 2

প্রসঙ্গত উল্লেখ্য, ওই পোস্টারে দেখা গিয়েছে হাতে খাঁড়া নিয়ে এক মহিলা মা কালী সেজে সিগারেট খাচ্ছেন। যে অভিনেত্রী মা কালীর চরিত্রে রূপদান করছেন তাঁর কাছে সমকামীদের একটি প্রাইড ফ্ল্যাগও রয়েছে। এখন এই মা কালীর এই বিতর্কিত পোস্টার কি ঘিরে, যখন তুমুল চাপানউতোর সৃষ্টি হয়েছে তখন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদের মন্তব্য রে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে একথা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর