ব্যাটিং বিপর্যয়? নাকি পরিকল্পনাহীন বোলিং? ভারতের হারের ব্যাখ্যা দিলেন অধিনায়ক বুমরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পুরোপুরি নিষ্ক্রিয় ছিলেন ভারতীয় বোলাররা। ফলে তৈরি হলো না কোনও নাটকীয় মুহূর্ত। পঞ্চম দিনে জয়ের জন্য ১১৯ রান তুলতে হতো ইংল্যান্ডকে। হেসেখেলে কোন উইকেট না খুইয়ে সেই রান তুলে দিলেন জনি বেয়ারস্টো এবং জো রুট। ১৭৩ বলে ১৪২ রান করে অপরাজিত রইলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। অন্ত ফর্মে থাকা জনি বেয়ারস্টো অপরাজিত থাকলেন ১৪৫ বলে ১১৪ রান করে। সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

ম্যাচের পর এই টেস্টের জন্য নির্বাচিত অধিনায়ক বুম্বাকে হারের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “কি করলে কী হতো বা কি না হতো এই প্রশ্ন তো সবসময়ই থেকে যাবে কিন্তু ইংল্যান্ডকে শুভেচ্ছা জানানো উচিত এইজন্য যে তারা দুর্দান্ত লড়াই করেছে আমার মতে দুই দলই ভালো ক্রিকেট খেলেছে কিন্তু দিনের শেষে ওরা বেশি ভালো ক্রিকেট খেলেছে যার ফলস্বরুপ ওরা এই ম্যাচটা বার করতে পেরেছে।”

root bairstow

তার সঙ্গে সঙ্গে এই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করা রিশভ পন্থ এবং রবীন্দ্র জাদেজাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বুমরা। তিনি জানিয়েছেন যে “তারা ভয়ডরহীন ক্রিকেট খেলেছিল বলে ভারত টেস্ট ম্যাচের শেষ অবধি লড়াইয়ে ছিল। ওদের দুজনের জন্য আমি খুব খুশি ওরা নিজেদের সুযোগকে কাজে লাগিয়েছে।”

যদিও এই ম্যাচের ফলে ভারতের বা ইংল্যান্ডের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে কোনও পরিবর্তন ঘটেনি। জিতেও ৭ নম্বরের রইলো ইংল্যান্ড। ভারতও এখনও ৩ নম্বর জায়গা ধরে রেখেছে। কিন্তু শীর্ষে থাকা অস্ট্রেলিয়া (৭৭.৭৮ জয়ের শতাংশ) এবং দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার (৭১.৪৩ জয়ের শতাংশ) থেকে অনেকটাই পিছিয়ে গেল ভারত (৫৩.৪৩)।


Reetabrata Deb

সম্পর্কিত খবর