বাংলা হান্ট ডেস্কঃ ভরা বর্ষার মরশুমেও এখনো পর্যন্ত ভারী বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। সকাল হলেই রোদ ও মেঘের লুকোচুরিতে আদ্রতাজনিত অস্বস্তি বেড়ে চলেছে ক্রমশ। সারাদিন ধরে গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। এরমাঝেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে মত হাওয়া অফিসের। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি তাপমাত্রাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে চলেছে। অপরদিকে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৮%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%
আজকের আবহাওয়া: আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী কয়েকদিনের ভিতর আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। একদিকে যেমন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে তাপমাত্রা, আবার অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সকাল হলেই আদ্রতাজনিত অস্বস্তিতে কাহিল থাকবে মানুষ। এখনো পর্যন্ত বর্ষার প্রভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সঠিক দিনক্ষণ জানাতে পারেনি হাওয়া অফিস। আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক প্রান্তে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া: এবছর দক্ষিণবঙ্গে দেরিতে প্রবেশ করে বর্ষা। এক্ষেত্রে অতীতেই হাওয়া অফিস দ্বারা জানানো হয়েছিল যে, উত্তরে বর্ষার প্রভাব বেশি হওয়ার কারণে দক্ষিণপ্রান্তে বৃষ্টিপাতের মাত্রা কম হতে পারে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ভারী বৃষ্টির সাক্ষী থাকেনি মানুষ। এর মাঝেই আবার উড়িষ্যা এবং ঝাড়খণ্ড উপকূলে ঘূর্ণাবর্তের জেরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃষ্টির পরিমাণ বাড়লেও গরম কমবে না। বরং বাংলায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। কলকাতা সহ অন্যান্য একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
অপরদিকে, উত্তরে সময়ের অনেক পূর্বেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর প্রভাবে বিগত এক মাস ধরে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হয়ে চলেছে। আগামী কয়েকদিনেও দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মত জেলাগুলিতে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে।
আগামীকালের আবহাওয়া : আগামী কয়েক দিনে আদ্রতাজনিত অস্বস্তির কারণে গরমে ভুগবে মানুষ। বৃষ্টি হলেও তা দীর্ঘক্ষণ স্থায়ী হবে না। পাশাপাশি বর্ষার প্রভাবে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত কবে আসতে চলেছে, তা সম্পর্কেও স্পষ্ট করে বলতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর।