বাংলাহান্ট ডেস্ক: গত ডিসেম্বরে মা ভবতারিণীর ঘরে মা লক্ষ্মীর আগমন হয়েছে। কি বুঝলেন না? আসলে তখনি মা হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য (Tanushree Bhattacharya)। করুণাময়ী রাণী রাসমণি সিরিয়ালে মা ভবতারিণীর চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। সিরিয়াল শেষ হওয়ার বেশ কিছুদিন আগেই টিমকে বিদায় জানিয়েছিলেন তনুশ্রী।
তারপরেই জানা যায় সুখবর। অন্তঃসত্ত্বা তনুশ্রীকে রীতিমতো ফেয়ারওয়েল দিয়ে বিদায় জানানো হয়েছে রাণী রাসমণি টিমের তরফে। গত ১৫ ডিসেম্বর মাতৃত্বের সুখ লাভ করেন তনুশ্রী। ঘর আলো করে আসে ছোট্ট মা লক্ষ্মী। মাতৃ দিবসে মেয়ের প্রথম ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। একরত্তির নাম তিনি রেখেছেন রীভা। এক মিষ্টি ডাক নামও রয়েছে পুঁচকের, তুরি।
খুদের একগুচ্ছ ছবি শেয়ার করে তনুশ্রী লিখেছিলেন, ‘আজ মাতৃ দিবস। প্রতি বছর এই দিনটিতে শুধু মাকেই উইশ করে এসেছি। কিন্তু এই বছর দিনটি সত্যিই বিশেষ এবং আলাদা তো বটেই! কারণ সেই গুরুত্বপূর্ণ খুদে সদস্যটির জন্যই আজ জীবনে প্রথম বার নিজেকে মাতৃ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, মাতৃত্বের স্বাদ উপভোগ করছি। মা তুমি এভাবেই সবসময় আমার পাশে থেকো। আমাদের দুজনেরই তোমাকে বড্ড প্রয়োজন। ভালো থেকো মা। রীভা (তুরি)র মা হয়ে সকল মাকে জানাই মাতৃ দিবসের অনেক শুভেচ্ছা।’
তারপর থেকেই প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করতে থাকেন তনুশ্রী। সম্প্রতি আরো একটি ছবি শেয়ার করেছেন তিনি। এবারে পাশে দেখা গিয়েছে অভিনেত্রীর স্বামীকেও। তিনিই কোলে নিয়েছেন তুরিকে। পাশে হাসিমুখে দাঁড়িয়ে তনুশ্রী। মায়ের সঙ্গে রঙ মিলিয়ে জামা পরেছে ছোট্ট তুরি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের শুধু আমরাই আছি।’
https://www.instagram.com/p/CfqSzcLhvoQ/?igshid=YmMyMTA2M2Y=
২০১৩ সালে তনুশ্রীর অভিনয় জীবনে পদার্পণ। তবে মা ভবতারিণীর চরিত্রে প্রায় এক বছর হয়েছিল তাঁর। লকডাউনের আগেই এই চরিত্রে অভিনয় করা শুরু করেন তিনি। অভিনেত্রী বলেন, মায়ের আশীর্বাদেই এই চরিত্রটি পেয়েছেন তিনি। মা ভবতারিণী ছাড়াও কি করে বলব তোমায় সিরিয়ালে সোহিনী ম্যাডামের চরিত্রেও অভিনয় করছিলেন তনুশ্রী।