বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ২০২২ সালের ৭ই জুলাই। আজ ৪১ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS DHONI)। খুব স্বাভাবিকভাবেই বড় বড় তারকা ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ ভক্ত, সবাই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ক্যাপ্টেন কুলকে। কিন্তু যাকে ঘিরে এত আনন্দ আয়োজন তিনি কোথায় রয়েছেন?
কিছুদিন আগেই সস্ত্রীক ইংল্যান্ড পাড়ি দিয়েছেন মাহি। নিজেদের ১২ বছরের বিবাহ বার্ষিকী সেখানেই পালন করেছেন ক্যাপ্টেন কুল। আজ নিজের জন্মদিনে লন্ডনে রয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা। জন্মদিনের আগের সন্ধ্যায় তাকে সুনীল গাভাস্কারের সাথে উইম্বলডনে রাফায়েল নাদাল এবং তারপর সানিয়া মির্জার ম্যাচ দেখতে দেখা গেছে। উইম্বলডন এর অফিশিয়াল ফেইসবুক পেজ থেকে সেই চিত্র সকলের সাথে ভাগ করে নেওয়া হয়েছে।
উইম্বলডন কর্তৃপক্ষ সেই ছবি শেয়ার করে লিখেছেন “একজন ভারতীয় কিংবদন্তি আজ উপস্থিত হয়েছেন।” যদিও এই ক্যাপশন দিয়ে কিছুটা বিতর্ক রয়ে যাচ্ছে কারণ ধোনির পাশে উপস্থিত সুনীল গাভাস্কার ধোনির চেয়ে কোনো অংশেই পিছিয়ে না তাও কেবলমাত্র ধোনিকে কেন আইকন বলা হয়েছে এই নিয়ে অনেকে বিতর্ক তৈরি করছেন।
Ms Dhoni witness the Historic match of Rafeal Nadal at Wimbledon.
Goat 🐐 watching 🐐#MSDhoni #Wimbledon pic.twitter.com/LpRhexWeVB
— Cricket Apna l Indian cricket (@cricketapna1) July 6, 2022
মহেন্দ্র সিংহ ধোনি প্রথম ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। অধিনায়ক হিসেবে নিচের প্রথম প্রধানমন্ত্রী ভারতকে আইসিসি ট্রফি জয়ের স্বাদ পাইয়েছিলেন তিনি। তারপর একে একে একদিনের বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন। দেশের হয়ে তার রয়েছে ১৭,২২৬ রান। এছাড়া জিতেছেন ৪টি আইপিএল ট্রফিও।