বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুর্দান্তভাবে দেশের মাটিতে টেস্ট সিরিজ খোয়ানোর হাত থেকে ইংল্যান্ডকে (England Cricket Team) বাঁচিয়েছেন জো রুট (Joe Root) এবং জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। এজবাস্টনে (Edgbaston) চতুর্থ ইনিংসে ভারতের দেওয়া ৩৭৮ রানের টার্গেট অনায়াসে তাড়া করেছেন দুজন। খুব কম বারই তাদের সমস্যায় পড়তে দেখা গিয়েছে। ভারতীয় বোলাররা যেন তাদের সামনে উদ্যমহীন হয়ে পড়েছিল এমনকি বিরাট কোহলিও (Virat Kohli) দ্বিতীয় ইনিংসে তাদের স্লেজ করার চেষ্টা করেননি।
প্রথম ইনিংসে জনি বেয়ারস্টো স্লেজ করার চেষ্টা করেছিলেন বিরাট ইনিংস শুরু থেকে তাকে খুব একটা স্বাচ্ছন্দ দেখাচ্ছিলো না। সেই সময়ে ভিরাট কহলি তাকে বলেছিলেন যে বেয়ারস্টো মাঠের সবকিছু দেখতে পায় শুধুমাত্র বল ছাড়া। সময় পেস্টও পাল্টা জবাব দিতে গেলে কোহলি তাকে চুপ করে নিজের ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তারপর আচমকাই আক্রমণ করে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে একটি ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন বেয়ারস্টো।
কোহলির ওই আচরণ অনেকেই পছন্দ করেননি। তাকে অনেকেই পরামর্শ দিচ্ছিলেন মাঠের বাইরে থেকে যে এই সমস্ত কিছু বন্ধ রেখে নিজের পারফরম্যান্সের প্রতি মনোযোগী হওয়া উচিত তার। এমনকি ম্যাচ শেষে জয়ের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও তাকে খোঁচা মারা থেকে বিরত থাকেনি।
— England Cricket (@englandcricket) July 5, 2022
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিরাট কোহলির আঙ্গুল দেখিয়ে জনি বেয়ারস্টোকে চুপ করতে বলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যেন তাড়া বলতে চেয়েছে দিনের শেষে বিরাটের স্লেজিংয়ের স্ট্র্যাটেজি কোনও কাজেই লাগলো না।