দেওয়াল আছে ছাদ নেই! রাজ্যের স্কুলের বেহাল দশা দেখালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ

বাংলাহান্ট ডেস্ক : বিষ্ণুপুরের সাংসদ তিনি। ভালোবাসেন খবরে থাকতে। তা সে দল বদলের সময়ই হোক বা নরম-গরম কথা বলেই হোক। সেই সৌমিত্র খাঁ (Soumitra Khan) হঠাৎই হাজির হলেন নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরেরই (Bishnupur) গঙ্গাজলঘাটি ব্লকের একটি আইসিডিএস (ICDS) কেন্দ্রে। সেখানে পৌঁছেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এলেন। দেখালেন সরকারের উন্নয়নের নমুনা। সৌমিত্রবাবুর লাইভ করা এই ভিডিও ইতিমধ্যেই প্রায় হাজার দশেক মানুষ দেখেছেন। উঠে এসেছে মানুষের নানান রকম কমেন্টও।

c7b742c5 3660 4a29 bcea d0daeb83d1e0

সৌমিত্র খাঁ কী দেখালেন ভিডিওতে? সুয়ারা গ্রামের ওই আইসিডিএস স্কুলে প্রথমেই দেখা যাচ্ছে একটি মাটির উনুন। তারপরই সৌমিত্র খাঁ বলেন, ‘এটা একটা আইসিডিএস স্কুল। এখানে শিশুরা পড়াশোনা করে। এই নতুন সরকারের নতুন ছাদ আপনাদের দেখাব। এমন ছাদ যা কেউ কোনও দিন দেখেনি। আপনারাও দেখতে থাকুন। গোটা বাংলার মানুষ দেখতে থাকুন। আসুন আপনারা।’

তারপর তিনি ঘরে নিয়ে যান সেটাকে ঠিক ঘর বলা চলে না। চারদিকে দেওয়াল তো আছে, কিন্তু মাথায় নেই ছাদ। এটিকে উপহাস করে বিষ্ণুপুরের সাংসদ বলেন, ‘দেখতে পাচ্ছেন, খাবার আছে। রয়েছে রান্না করার জিনিসও। আপনারা দেখতে পাচ্ছন উপরে ছাদ আছে। ফাঁকা ছাদ।’ এবার এই ফাঁকা ছাদের দিকে তাকিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন তিনি। বললেন, ‘সরকার চলছে, যেমন আইসিডিএসের ঘর, তেমনই সরকার চলছে।’ তিনি আরও বলেন, ‘আমি লজ্জিত একজন সাংসদ হিসাবে। এই ভাবে এখানে শিশুদের রান্না খাওয়া-দাওয়া হয় এখানে।’

এরপরই এক স্থানীয় ব্যক্তিকে ডেকে নেন সাংসদ। তাঁর কাছে জানতে কবে থেকে চলছে এই রকম। সেই ব্যক্তি জানান প্রায় তিন বছর ধরেই ছাদ নেই আইসিডিএস ঘরের। সৌমিত্র দাবি করেন ব্লক অফিস থেকে বলেছে এটাই নাকি অত্যাধুনিক ছাদ। বিষ্ণুপুরের সাংসদ এরপর অঙ্গীকার করেন, একদিনের মধ্যেই ২ লক্ষ টাকা অনুদান দেবেন এই স্কুল ঠিক করার জন্য।

Sudipto

সম্পর্কিত খবর