টেসলার কর্মীর গর্ভে জন্ম নিল মাস্কের যমজ সন্তান! ৯ সন্তানের বাবা ইলন

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk) সর্বদা খবরের শিরোনামে থাকতেই পছন্দ করেন। পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কেও একাধিক তথ্য বারংবার সামনে এসেছে। সেই রেশ বজায় রেখেই এবার মাস্কের যমজ সন্তানের নাম প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে, টেসলার কর্মচারী শিভন জিলিস ওই শিশুদের জন্ম দিয়েছেন। শিভন জিলিস, মাস্কের ব্রেন চিপ বানানোর স্টার্টআপ নিউরালিঙ্কের (Neuralink) সাথেও যুক্ত রয়েছেন।

খবর অনুযায়ী, এই শিশুদের জন্ম হয় ২০২১ সালের নভেম্বরে। পাশাপাশি, মাস্ক এবং শিভন যমজদের নাম পরিবর্তনের জন্য একটি পিটিশন দায়ের করেন। এমতাবস্থায়, টেক্সাসের বিচারক তাদের নাম পরিবর্তনের জন্য অনুমতিও দিয়েছেন।

এই প্রসঙ্গে বিজনেস ইনসাইডার গত বুধবার জানিয়েছে যে, এই শিশুদের নামের শেষে মাস্ক এবং মাঝখানে শিভন থাকবে। শুধু তাই নয়, সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, টুইটারের সঙ্গে চুক্তির পর শিভন ওই কোম্পানির শীর্ষ কর্মীদের মধ্যে থাকতে পারেন। উল্লেখ্য যে, শিভনের বর্তমান বয়স হল ৩৬। পাশাপাশি, তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী জানা গিয়েছে তিনি নিউরালিঙ্কের বর্তমান ডিরেক্টর পদে আসীন রয়েছেন। যদিও, এটির প্রতিষ্ঠাতাদের মধ্যে ইলন মাস্ক সামিল রয়েছেন। জানা গিয়েছে ২০১৭ সালের মে মাসে ইলন মাস্কের সাথে কাজ শুরু করেন শিভন।

ইলন মাস্কের মোট সন্তানের সংখ্যা বেড়ে হয়েছে ৯:
একটা সময়ে শিভন টেসলার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দলে একজন প্রোজেক্ট ডিরেক্টর পদে কাজ করতেন। তিনি ২০১৯ সাল পর্যন্ত এই প্রোজেক্টে কাজ করেছিলেন। এদিকে, এই দুই যমজ সন্তানের প্রসঙ্গ সামনে আসায় এখন মাস্কের মোট সন্তানের সংখ্যা বেড়ে হয়েছে ৯। মূলত, কানাডিয়ান গায়িকা গ্রিমস ও মাস্কের দু’টি সন্তান রয়েছে। এছাড়াও, তাঁর প্রাক্তন স্ত্রী এবং কানাডিয়ান লেখক জাস্টিন উইলসনের মোট ৫ জন সন্তান রয়েছে। মাস্ক এবং গ্রিমস একজন সারোগেট মহিলার মাধ্যমে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম দেন। পাশাপাশি, মাস্ক ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি এবং গ্রিমস এই মুহূর্তে “সেমি সেপারেটেড” অবস্থায় রয়েছেন।

ELON MUSK 2

প্রসঙ্গত উল্লেখ্য, মাস্ক শিশুদের খুব পছন্দ করেন এবং তিনি বিশ্বাস করেন যে, পৃথিবীতে মানুষ কম থাকলে মানব সভ্যতা একদিন শেষ হয়ে যাবে। এমনকি, তিনি অতীতে একবার বলেছিলেন যে, পৃথিবীতে পর্যাপ্ত মানুষ নেই। মাস্ক আরও জানান, “পৃথিবীতে যদি আর শিশু না থাকে, তাহলে সভ্যতা ভেঙে পড়বে। আমার কথা মনে রাখবেন”। এদিকে, মাস্ক নিজেও তাঁর ব্যক্তিগত জীবনে এই ভাবনার প্রয়োগ করছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর