বাংলা হান্ট ডেস্কঃ আপনার নামে যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) অ্যাকাউন্ট থাকে, তবে আজ আপনাদের জন্য রইল একটি গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি ঘোষণা জারি করা হয়েছে, যা আপনার না জানা থাকলে মাথায় হাত পড়তে বাধ্য। জানা গিয়েছে, বর্তমানে ব্যাঙ্ক কর্তৃপক্ষ দ্বারা বহু মানুষের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে SBI গ্রাহকরা বর্তমানে কোন অর্থের লেনদেন পর্যন্ত করতে পারছেন না। ব্যাঙ্ক থেকে বেতন তোলা কিংবা টাকা আদান প্রদান করা এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে তাদের। তবে এর পিছনে কারণ কি?
আসলে জানা গিয়েছে, বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে জানা যাচ্ছে যে, এই সকল অ্যাকাউন্টের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার কারণে এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়েছে।
এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, বর্তমানে বহু দেশবাসী ব্যাঙ্কের নিকট উপস্থিত হয়ে তাদের অভিযোগ জানিয়ে চলেছে। এক্ষেত্রে তাদের দাবি, এসবিআইয়ের তরফ থেকে পূর্বে কোনরকম সূচনা না দিয়ে আচমকাই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তারা ইতিমধ্যেই গভীর সমস্যার সম্মুখীন হয়ে চলেছে। অনেকের মতে আবার জুলাই মাসের গোড়ার দিকে তাদের ব্যাঙ্কে বেতন প্রবেশ করে, ফলে সেই টাকাও তারা তুলতে পারছেন না।
তবে এই খবরটি সামনে উঠে আসার পরেই ব্যাঙ্কের এক আধিকারিক জানান, “এক্ষেত্রে সকল গ্রাহকদের অতীতে একাধিকবার এই প্রসঙ্গে জানানো হয়েছিল। KYC করার জন্য বহুবার বলা সত্ত্বেও একাধিক মানুষ সেই প্রসঙ্গে কর্ণপাত করেনি, সেই কারণেই বর্তমানে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।” এমনকি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে কেওয়াইসি আপডেটের কোনরকম তথ্য মিলছে না।
ব্যাঙ্কের তরফ থেকে জানা গিয়েছে যে, জালিয়াতি এবং প্রতারণার হাত থেকে সুরক্ষা জন্যই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে সকল অ্যাকাউন্টর কেওয়াইসি আপডেট করার কথা বহুবার জানানো হয়। বর্তমানে এই প্রক্রিয়া প্রতি তিন বছর সময়ের মধ্যেই করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এখন প্রশ্ন উঠে গিয়েছে, যদি বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি না খোলা হয়, তবে সাধারণ মানুষের কি হবে?