বাংলা হান্ট নিউজ ডেস্ক: উইম্বলডন কোয়ার্টার-ফাইনালে মরিয়া লড়াই চালিয়ে তারপর সেমিফাইনালের টিকিট পেয়েছিলেন তারকা স্প্যানিশ টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। ২০০৮ এবং ২০১০ সালের অভিনন্দন বিজয়ীকে ৩-৬, ৭-৫, ৩-৬,৭-৫, ৭-৬ (১০-৪) ফলে হারাতে হয়েছিল তরুণ প্রতিদ্বন্দ্বী টেইলর ফ্রিৎজকে। কোয়ার্টার ফাইনাল জয়ের পরেই রাফায়েল নাদাল জানিয়েছিলেন যে তার চোট রয়েছে।
নাদালের ছুটির খবর প্রকাশে আসতেই তাকে সেমিফাইনালে পাওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চিয়তা। পালসার জানিয়ে দিয়েছেন যে তিনি সেমিফাইনাল খেলতে চান। দিয়ে তিনি বলেছিলেন যে তিনি স্পষ্ট করে কিছু বলতে চান না কারণ পরিস্থিতি কখন কি দাঁড়িয়ে যায় তা কেউ জানে না।
ইতিমধ্যে নাদালের চোট পরীক্ষা করে দেখা হয়েছে। তারপরে জানা গিয়েছে যে তার পিঠের উপরে প্রাসাদ মিলিমিটার অংশ চিড়ে গিয়েছে বীভৎসভাবে। কিন্তু তাও দমে যাচ্ছেন না স্প্যানিশ তারকা। উইম্বলডন সেমিফাইনালে নাদালের ম্যাচ আগামীকাল। সে এখনো তার নামা পুরোপুরিভাবে নিশ্চিত হয়নি।
ICYMI:
Rafa #Nadal is battling through a 7mm abdominal tear at #Wimbledon that has him in doubt for the semifinals vs Nick Kyrgios. I explained what the injury is, how it’s impacting his game, and if he’ll be able to play on. https://t.co/3dwHx90p2L
— Dr. Rajpal Brar, DPT (@3cbPerformance) July 7, 2022
এমন বীভৎস চোট নিয়ে কোর্টে নামা অবশ্য নাদালের কাছে নতুন কিছু নয়। এর আগে ২০০৯ সালে তিনি পেটে দুই সেন্টিমিটারের ক্ষত নিয়ে। ইউএস ওপেনে অংশগ্রহণ করেছিলেন। বিচিত্র না পারলেও সেবার সেমিফাইনাল অব্দি গিয়েছিলেন স্প্যানিশ তারকা। তখন তার বয়স ছিল ২৫ এর আশেপাশে। এখন ৩৬ বছর বয়সে সেই একই কাণ্ড করে দেখানো প্রায় অসম্ভবই বলা যায়।