বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার সকালেই তোলপাড় বিশ্ব রাজনীতি। গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Ex-PM of Japan) শিনজো আবে (Shinzo Abe)। জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পশ্চিম জাপান এলাকায় গুলিবিদ্ধ (shot fire) হয়েছেন তিনি।
জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে পশ্চিম জাপানের নারা শহরে ইয়ামাতো-সাইদাইজি স্টেশনে একটি পথসভায় বক্তৃতার দিচ্ছেন। হঠাৎই আহত হন তিনি। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে তিনি আহত হয়ে থাকতে পারেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা এক সাংবাদিক হঠাৎই বন্দুকের গুলির আওয়াজ শুনতে পান এবং পরের মুহুর্তেই অবেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।’ ততক্ষণাৎ আক্রমণকারীকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে অর্থাৎ ভারতীয় সময় সকাল ৮.২৯মিনিটে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নারা শহরের রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। ঠিক সেই সময়ই তাঁর উপর হামলা করে এক বন্দুকবাজ। ঘটনার সাক্ষী এক মহিলা বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন একজন মাথায় হেলমেট পড়ে আসেন এবং পরপর দুটি গুলি করেন।’ অপর এক প্রতক্ষ্যদর্শী মহিলা জানান, ‘প্রাক্তন প্রধানমন্ত্রীকে পিছন থেকে প্রথম গুলি করা হয়, কিন্তু তিনি তখনও দাঁড়িয়ে ছিলেন, তারপরই তাঁর বুক লক্ষ করে দ্বিতীয় গুলি করা হয়, তখনই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে।’ ওই বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে।জাপান পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যাচ্ছে। আগামী রবিবারই জাপান সংসদের উচ্চকক্ষের নির্বাচনের ছিল। সেই নির্বাচনের আগেই প্রচার চালাচ্ছিলেন তিনি।
প্রসঙ্গত, জাপানের রাজনৈতিক পরিবারের সন্তান শিনজো আবে। জাপানে সবথেকে বেশি দিন টানা প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ডও করেন তিনি। এরপরেই একটি দীর্ঘস্থায়ী অসুস্থতার কারনে পদত্যাগ করেন। আবে ২০০৬, ২০১৪, ২০১৫ এবং ২০১৭ সালে ভারত সফরেও এসেছিলেন। ভারতের সঙ্গে জাপানের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির পিছনে শিনজো আবের অবদান ছিল গুরুত্বপুর্ণ। তাঁর উপর আক্রমণ নিছকই দুর্ঘটনা, নাকি লুকিয়ে আছে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র তা সময়ই বলবে।