এবার নাইরোবি ফ্লাই-র শিকার হলেন “মাঞ্চু দাদা”! পুড়ে গেল ইউটিউবারের চামড়াও

বাংলা হান্ট ডেস্ক: ফের রাজ্যজুড়ে বাড়ছে করোনা সংক্রমণে হার। এমনকি, প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঠিক এই আবহেই এবার চিন্তা বাড়িয়েছে নাইরোবি ফ্লাই বা অ্যাসিড পোকার হানা। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই পোকার প্রভাবে রীতিমতো ভালোভাবে “ভুগে” গেলেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ নিহার বাগচী ওরফে “মাঞ্চু দাদা”।

পাশাপাশি, নেটমাধ্যমে তিনি নিজেই এই কথা জানিয়েছেন। মূলত, অ্যাসিড পোকার হানায় চোখের কাছের চামড়া রীতিমতো পুড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা নিহারের। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, গত ৩০ জুন সন্ধ্যে নাগাদ বাইকে চেপে হাবড়ার জয়গাছির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। সেইসময় বাইকটি নিহারই চালাচ্ছিলেন। কিন্তু, তখনই একটি পোকা এসে পড়ে তার চোখের কোনে। তৎক্ষণাৎ সেই পোকাটিকে সরিয়ে দিয়ে বাড়ি ফিরে আসেন নিহার। যদিও, তিনি তখনও বুঝতে পারেননি যে, তাঁর চোখে অ্যাসিড পোকা এসে পড়েছিল।

এমতাবস্থায়, চোখের কোনে এবং মুখে কিছুটা জ্বালা অনুভব করলেও গভীর রাতে তিনি বুঝতে পারেন যে, তাঁর মুখ পুরো ফুলে গিয়েছে। সাথে হচ্ছে অসহ্য জ্বালা ভাব। পাশাপাশি, পুড়ে গিয়েছে চোখের কাছের চামড়াও। এদিকে, স্বাভাবিকভাবেই এই ঘটনায় চমকে ওঠেন তিনি। এমনকি, নিজেই ইন্টারনেট মারফত জানতে পারেন যে, তিনি নাইরোবি ফ্লাইয়ের কবলে পড়েছিলেন। আর তারপরেই সময় নষ্ট না করে নিহার দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন।

WhatsApp Image 2022 07 08 at 4.51.43 PM

তবে, এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, এই বিষয়ে নিহার তথা “মাঞ্চু দাদা” সবাইকে সতর্ক করে জানিয়েছেন, এই পোকা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। তবে, আক্রান্ত হলে নিজে নিজেই চিকিৎসা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও, তিনি জানান যে, “যদি এইরকম পোকা গায়ে লাগে তাহলে তৎক্ষণাৎ জল দেওয়া উচিত। ঠান্ডা জল হলে আরও ভালো হয়। আমি জল না দিয়ে ভুল করেছি। তাহলে অ্যাসিডটা আরও কম ছড়াত।” এছাড়াও, একটুর জন্য যে তাঁর চোখটি বেঁচে গিয়েছে সেই প্রসঙ্গটিও উপস্থাপিত করেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর