বাংলা হান্ট ডেস্ক: এক নজিরবিহীন সাফল্যের সাক্ষী থাকল বিহার। সেখানে এক ১৭ বছরের পড়ুয়া নিজের যোগ্যতায় হাসিল করেছে দুর্দান্ত সাফল্য। জানা গিয়েছে, ওই পড়ুয়া পেয়েছে আড়াই কোটি টাকার একটি স্কলারশিপ (Scholarship)। মূলত, এই বিপুল অঙ্কের স্কলারশিপ পাওয়ার জন্য তাকে একটি পরীক্ষাও দিতে হয়েছিল। সেই পরীক্ষায় সারা বিশ্বে সে ষষ্ঠ স্থান অধিকার করে। শুধু, তাই নয়, এরপরে সে পেয়েছে আমেরিকায় পড়ার সুযোগও।
মূলত, আমরা যে ছাত্রটির কথা বলছি তার নাম হল প্রেম কুমার। সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য আমেরিকার লাফায়েট কলেজ থেকে আড়াই কোটি টাকার স্কলারশিপ পেয়েছে। যা রীতিমতো স্বপ্ন ছিল অত্যন্ত গরিব এই পড়ুয়ার কাছে। আর সেই স্বপ্নই কার্যত সত্যি করেছে সে। জানা গিয়েছে, প্রেমের বাবা হলেন একজন দিনমজুর। এমতাবস্থায়, কোনোমতে দিন কাটে তাঁদের। যদিও, এবার বিহারের রাজধানী পাটনা সংলগ্ন ফুলওয়ারি শরিফের গনপুরের মহাদলিত বসতির বাসিন্দা প্রেম কুমারকে এই বৃত্তি দিয়েছে আমেরিকার ওই কলেজ।
জানা গিয়েছে, এই বৃত্তির জন্য ভারত থেকে মোট ৬ জনের নাম পাঠানো হয়েছিল। এদিকে, রীতিমতো একটি ভাঙা বাড়িতেই পড়াশোনা করতে হয়েছে প্রেমকে। এমনকি, বস্তির অন্ধকার ঘরে আলো জ্বেলে পড়তে হত তাকে। যদিও, আজ সে আমেরিকার অন্যতম একটি বড় কলেজে পড়বে।
উল্লেখ্য যে, প্রেমের মা ১২ বছর আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে মারা যান। এমতাবস্থায়, তার দিনমজুর বাবা সমস্ত কষ্ট মেনে নিয়েও প্রেমকে পড়িয়েছেন। আর আজ প্রেম ভারতের একমাত্র পড়ুয়া যে কিনা আড়াই কোটি টাকার স্কলারশিপ পেয়েছে। এই প্রসঙ্গে প্রেম জানিয়েছে,”আমরা অনেক সংগ্রাম করেছি, সংগ্রাম না থাকলে এই জায়গায় আসতে পারতাম না। আমি সুযোগ পেলেই পড়াশোনায় সময় দিয়েছি। আমার বাবা মাঠে কাজ করেন এবং আমার মা মারা গেছেন।”
এদিকে, প্রেমের এই বিরাট সাফল্যে স্বাভাবতই খুশি হয়েছেন সকলে। পাশাপাশি, গর্বিত হয়েছেন প্রেমের বাবাও। কঠোর পরিশ্রমের ওপর ভর করে প্রেম এখন সমগ্ৰ দেশেই এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে।