প্রেমিক থাকতেও অন‍্যের স্বামীর সঙ্গে সম্পর্ক! ব‍্যক্তিগত কথা ফাঁস করে দেবেন বলে ‘তুবড়ি’কে হুমকি মডেলের

বাংলাহান্ট ডেস্ক: প্রথম ছোটপর্দায় কাজ। এখনো ভাল টিআরপি তুলতে পারলেন না। তার মধ‍্যেই বড় বিপদে ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri) অভিনেত্রী সোহিনী বন্দ‍্যোপাধ‍্যায় (Sohini Banerjee)। তাঁর বিরুদ্ধে স্বামীকে ‘চুরি’ করার অভিযোগ আনলেন মডেল সুস্মিতা পাল (Sushmita Pal)। নিজের দীর্ঘদিনের প্রেমিক থাকা সত্ত্বেও তাঁর স্বামীর সঙ্গে প্রেম করেন পর্দার তুবড়ি, অভিযোগ সুস্মিতার।

সোশ‍্যাল মিডিয়ায় সোহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে একটি বড়সড় পোস্ট করেছিলেন সুস্মিতা। সেখানে তিনি দাবি করেন, নিজের প্রেমিক থাকা সত্ত্বেও তাঁর স্বামী সন্দীপন পারিয়ালের সঙ্গে সিনেমা দেখতে, ডিনার করতে যান সোহিনী। সুস্মিতা এও লিখেছিলেন, নিজের স্বামীর পরকীয়ার জন‍্য তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, আত্মহত‍্যার কথা ভাবছেন।

Sushmita
পরকীয়ার জন‍্য অনেকেই আত্মহত‍্যা করেন বলে দাবি করে সুস্মিতা লেখেন, সোহিনী আর সন্দীপন তাঁকে মৃত‍্যুর দিকে ঠেলে দিচ্ছেন। নিজের প্রেমিক জয়সূর্য গুপ্তর সঙ্গে সম্পর্কটা কোনোদিনই লুকোননি সোহিনী। গত নয় বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা।

সুস্মিতার অভিযোগের উত্তরে সংবাদ মাধ‍্যমের কাছে মুখ খোলেন সোহিনী। পালটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি, পুরুষ বন্ধুকে বাড়িতে আনা কি নিষিদ্ধ? তাঁর দাবি, তিনি সন্দীপনের সঙ্গে একা ঘুরতে যান না। সঙ্গে জয়সূর্যও থাকেন। তাঁরা তিনজন একসঙ্গেই আড্ডা দেন।

Sushmita fb
সোহিনীর অভিযোগ, তিনি যখন তাঁদের একসঙ্গে ছবি শেয়ার করেছিলেন তখনও সমস‍্যা করেছিলেন সুস্মিতা। বাধ‍্য হয়ে সন্দীপনের কথাতেই ছবিগুলি মুছে দেন সোহিনী। তিনি আরো একটি তথ‍্য ফাঁস করেছেন, সুস্মিতা ও সন্দীপন নাকি গত এক বছর ধরে সম্পর্কে নেই। একসঙ্গে থাকেনও না তাঁরা। তিনি আরো অভিযোগ করেছেন, লাইমলাইট পাওয়ার জন‍্য এসব করছেন সুস্মিতা।

সোহিনীর সমস্ত অভিযোগের উত্তরে আবারো সোশ‍্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সুস্মিতা। স্বামীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, তাঁর বৃদ্ধা মা, মাসি, দিদাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সন্দীপন যে সোহিনীর সঙ্গে পরকীয়া সম্পর্কে রয়েছেন তার প্রমাণ রয়েছে অনেকের কাছেই। দরকার পড়লে তিনি তাঁদের ব‍্যক্তিগত কথোকথন প্রকাশ‍্যে আনবেন।

Sohini 1
সোহিনীর প্রতি সুস্মিতার সপাটে হুমকি, তাঁকে আত্মহত‍্যা করতে যেন বাধ‍্য না করা হয়। সাক্ষাৎকারে মিথ‍্যে কথা বললে পার পেয়ে যাবেন না সোহিনী। তাঁর বিরুদ্ধে আর মিথ‍্যে কথা বললে তিনি পুলিসে অভিযোগ দায়ের করবেন বলে শাসিয়েছেন সুস্মিতা‌।

Niranjana Nag

সম্পর্কিত খবর