বাংলাহান্ট ডেস্ক : আবারও রণক্ষেত্রের রূপ নিল শ্রীলঙ্কা (Sri Lanka)। রাষ্ট্রপতির (President) বাড়ি ঘিরে গণবিদ্রোহের আঁচ দ্বীপরাষ্ট্রের গায়ে এসে লাগতেই গৃহত্যাগী হলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। রাজাপক্ষের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে সুর চড়ালেন সনৎ জয়সূর্য। একই সঙ্গে টুইট করে জীবনে দেশবাসীকে এত ঐক্যবদ্ধ দেখিনি বলেও লিখেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য সনৎ জয়সূর্য।
জানা গিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েন। তবে বিক্ষোভকারীদের স্রোত রাষ্ট্রপতিভবনে আছড়ে পড়ার আগেই রাজাপক্ষেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ৷ কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় ৷
এদিকে, পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় শতাধিক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন৷ আহতদের কলম্বোর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই উত্তাল পরিস্থিতিকে সামাল দিতে প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিঙ্ঘ ইতিমধ্যেই সংসদে জরুরি অধিবেশন ডাকার জন্য স্পিকারকে অনুরোধ জানিয়েছেন৷ শুক্রবার শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। সেনাবাহিনীকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে।
জানা গিয়েছে, পুলিশ প্রধান চন্দনা বিক্রমরত্নে বলেন, শুক্রবার রাত ৯টা থেকেই রাজধানী ও সংলগ্ন এলাকায় কারফিউ জারি করা হয়। ইতিমধ্যেই, রাজাপক্ষের ইস্তফা চেয়ে তাঁর দলেরই ১৬ জন এমপি বিবৃতি দিয়েছেন। সব মিলিয়ে বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার