বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাটে-বলে দুরন্ত ভারতীয় দল। সব ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও যেন ইংল্যান্ডকে দাঁড়াতেই দিল না রোহিত শর্মার। এক সপ্তাহও হয়নি, বার্মিংহামে টেস্টে ভারতের হৃদয় ভেঙে দিয়েছিল বেয়ারস্টো, রুটরা। আজ সেই বার্মিংহামে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে দিলেন রবীন্দ্র জাদেজারা। তে ভারতের এই পারফরম্যান্সের পেছনে সব চেয়ে বড় কারন ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিং।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটারা বেশ কিছুটা সমস্যায় পড়েছিলেন ইংল্যান্ডের বোলারদের সামনে। নতুন ওপেনিং জুটির রোহিত শর্মা এবং রিশভ পন্থ শুরুটা ভালো করলেও রোহিত আউট হওয়ার পর থেকে পরপর উইকেট পড়তে থাকে। আজ ফের একবার ব্যর্থ হন বিরাট কোহলি। কিন্তু ভারতীয় ইনিংসকে টানতে থাকেন রবীন্দ্র জাদেজা। ২৯ বলে ৪৬ পান করে ভারতের ইনিংসকে ১৭০ অবধি পৌঁছে দেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। ওভারের প্রথম বলেই জেসন রয়কে ফেরান ভুবনেশ্বর কুমার। নিচের দ্বিতীয় ওভারে প্রথম ম্যাচের মতোই জজ বাটলারকে আউট করেন তিনি। পাওয়ার প্লেতে ভারতীয় পেসারদের সামনে মাত্র ৩৬ রান তুলতে পারে ইংল্যান্ড। একটি মেডেন ওভার সহ লিয়াম লিভিংস্টোনকে আউট করেন বুমরা। প্রতিবেদনটি লেখার সময় ইংল্যান্ডের স্কোর ৮ উইকেট হারিয়ে ৯৫।
এরই মধ্যে একটি রেকর্ড করে ফেলেছেন তারকা পেসার ভুবনেশ্বর কুমার। নিজের প্রথম ওভারের প্রথম বলে জেসন রয় কে আউট করার সাথে সাথে ওভারটিতে কোনও রানও দেননি তিনি। ওভারের ছটি বলেই কোনো রান হয়নি এবং নিজের দ্বিতীয় ওভারেও সেই সঙ্গে দুটি ডট দল করেন তিনি। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে পাওয়ার প্লে-তে ৫০০ টি ডট বল করার রেকর্ড গড়ে ফেললেন তিনি।