বাংলা হান্ট নিউজ ডেস্ক: পন্থ-রোহিতের দুরন্ত ওপেনিং পার্টনারশিপ, জাদেজার দুরন্ত ফিনিশিং, বুমরা-ভুবি-চাহালের অসাধারণ বোলিং, সবমিলিয়ে ৪৯ রানের ব্যবধানে জয় পেল ভারত। সেইসঙ্গে টেস্ট সিরিজ জিততে না পারলেও টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে ফেললো রোহিত শর্মার দল। অধিনায়ক হিসেবে টানা ১৪ টি-টোয়েন্টি ম্যাচে জয় পেলেন রোহিত।
আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। নতুন ওপেনিং জুটি পন্থ-রোহিতের মধ্যে ৪৯ রানের পার্টনারশিপ হয়। পঞ্চম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের হয়ে আজ অভিষেক করা ৩৪ বছর বয়সী বোলার রিচার্ড গ্লেসনের বল ফ্রন্টফুটে হুক করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন রোহিত। বলেছেন এর পরের ওভারেই বিরাট কোহলি অন্ধের মত কভারের উপর দিয়ে শট খেলতে গেলে বল ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায় এবং পয়েন্টে ধরা পড়েন কোহলি। তিনি মাত্র ১ রান করে আউট হওয়ার পরের বলেই রিশভ পন্থকে (২৬) ফেরান সেই গ্লেসন।
পরে নিজেদের মধ্যে ২৮ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। কিন্তু একাদশতম ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে ৮৯ রানের দলগত স্কোরে প্রথমে সূর্যকুমার (১৫) এবং পরে পান্ডিয়াকে (১২) পরপর দুই বলে ফেরত পাঠান ক্রিস জর্ডান। এরপর ১৭ বল খেলে মাত্র ১২ রানে আউট হন দীনেশ কার্তিক। কিন্তু ভারতকে উদ্ধার করেন রবীন্দ্র জাদেজা। প্রথমে দীনেশ কার্তিক এবং পরে হর্ষল প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে ভারতকে ১৭০ অবধি পৌঁছে দেন তিনি। নিজে ২৯ বলে ৫টি চার সহ করেন অপরাজিত ৪৬ রান। ৬ বলে ১৩ রান করে তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন হর্ষল। অভিষেককারী রিচার্ড গ্লেসন ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩টি উইকেট নেন ক্রিস জর্ডনও।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। ওভারের প্রথম বলেই জেসন রয়কে ফেরান ভুবনেশ্বর কুমার। সেই ওভারটি মেডেন হয়। নিচের দ্বিতীয় ওভারে প্রথম ম্যাচের মতোই জজ বাটলারকে আউট করেন তিনি। পাওয়ার প্লেতে ভারতীয় পেসারদের সামনে মাত্র ৩৬ রান তুলতে পারে ইংল্যান্ড। একটি মেডেন ওভার সহ লিয়াম লিভিংস্টোনকে আউট করেন বুমরা। এরপরে মঈন আলী (৩৫) এবং ডেভিড উইলি (৩৩*) বাদে কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ইংল্যান্ডের কোনও ব্যাটার। মিডল অর্ডারকে ভাঙেন চাহাল, পান্ডিয়া ও বুমরা। ডেথে উইকেট পান হর্ষল, ভুবনেশ্বররা। জাদেজা বাদে প্রতিটি ভারতীয় বোলার উইকেট পেয়েছেন। মাত্র ১৭ ওভারে ১২১ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। দুটি করে উইকেট নেন চাহাল ও বুমরা। একটি করে উইকেট পান হর্ষল ও হার্দিক। ৩ ওভারে ১টি মেডেন সহ ১৫ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা ভুবনেশ্বর কুমার।