টোল আদায়ে নতুন রেকর্ড গড়ল পদ্মা সেতু! টাকার অঙ্ক চমকে দেওয়ার মতন

বাংলা হান্ট ডেস্ক: গত ২৫ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন পদ্মা সেতুর। এদিকে, উদ্বোধনের পর থেকেই রীতিমতো লাইমলাইটে রয়েছে বাংলাদেশের এই সেতুটি। সেই রেশ বজায় রেখেই ফের খবরের শিরোনামে উঠে এল পদ্মা মাল্টিপারপস ব্রিজ। শুধু তাই নয়, এবার এক রেকর্ডও তৈরি করল এই সেতু। জানা গিয়েছে, এবার একদিনে ৪ কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে!

মূলত, গত শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী সামনে এসেছে যে, পদ্মা সেতুতে ওইদিন মোট ৩১ হাজার ৭২৩ টি যান চলাচল হয়েছে। যার ফলে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লক্ষ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এখনও পর্যন্ত ওই সেতুতে টোল আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত, পদ্মা সেতুতে গত বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শুক্রবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত যান চলাচলের ভিত্তিতেই এই পরিসংখ্যান উঠে এসেছে।

পাশাপাশি, গত শনিবার সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই সংক্রান্ত তথ্যটি উপস্থাপিত করেছে। জানা গিয়েছে, গত শুক্রবার মোট ১৯, ৬৬৭ টি যানবাহন মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পার হয়েছে। যার ভিত্তিতে টোল আদায় করা সম্ভব হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকা। অপরদিকে, জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে এই ব্রিজ পার করেছে ১২ হাজার ৫৬ টি যানবাহন। এমতাবস্থায়, টোল এসেছে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকার।

প্রসঙ্গত উল্লেখ্য যে, পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন অর্থাৎ ২৬ জুলাই সকাল ছ’টা থেকে ওই ব্রিজে যান চলাচল শুরু হয়। পাশাপাশি, ওইদিনই মোট ৫১,৩১৬ টি যান চলাচল করে সেতু দিয়ে। সেদিন মোট টোল আদায়ের পরিমান ছিল ২ কোটি ৯ লক্ষ ৪০ হাজার ৩০০ টাকা। অপরদিকে, গত ১ জুলাই এই ব্রিজে ৩ কোটি ১৬ লক্ষ টাকার টোল আদায় করা হয়েছিল। যদিও, গত শুক্রবার সেই রেকর্ড ভেঙে গিয়েছে।

333rty

জানিয়ে রাখি যে, এই ব্রিজ নির্মাণের আগে মনে করা হয়েছিল যে, পদ্মা সেতু দিয়ে দৈনিক প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। এমতাবস্থায়, ওই সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মোট যানবাহন চলাচলের সংখ্যা কমে গেছে প্রায় এক-চতুর্থাংশ। যার ফলে টোলের পরিমানও কমে গিয়েছে প্রায় পৌনে এক কোটি টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর