বাংলাহান্ট ডেস্ক: স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই ভালবাসেন প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। অন্যায়ের সঙ্গে তিনি আপোস করেন না, একথা আগেই জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে খলনায়কের চরিত্রে অভিনয় করতে করতে তাঁর ভাবমূর্তিটাই কাঠখোট্টা হয়ে গিয়েছে। কিন্তু ‘ঠোঁটকাটা’ হলেও আদতে মাটির মানুষ বিপ্লব চট্টোপাধ্যায়।
একবার জি বাংলার জনপ্রিয় টিভি শো ‘অপুর সংসার’এ অতিথি হয়ে এসেছিলেন প্রবীণ অভিনেতা। সেখানেই একের পর এক বিষ্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় যখন তাঁকে জিজ্ঞাসা করেন দীপক দা (চিরঞ্জিৎ চক্রবর্তী), তাপস দা (তাপস পাল) এবং বুম্বা দা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) সম্পর্কে যদি এক লাইনে কিছু বলতে বলা হয়।
এক মুহূর্তও না ভেবে বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, দীপক অত্যন্ত পাকা, তাপস গর্দভ আর বুম্বা ধূর্ত। শুনেই হতভম্ব শাশ্বত। এখানেই শেষ নয়। অভিনেতা আরো বলেছিলেন, বর্তমানে যারা যারা অভিনয় করছেন তাদের কেউই ভাল অভিনেতা নন। কারণ ভেতরে ব্যথা না থাকলে চরিত্রটা ঠিক ফোটানো যায় না।
অগুন্তি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিপ্লব চট্টোপাধ্যায়। কিন্তু ওই শোতে এসে তিনি বলেছিলেন, খলনায়ক হতে বাধ্য হয়েছেন তিনি। পরিচালকরা জোর করতেন। পর্দায় তাঁর অভিনয় দেখে একবার কী কাণ্ড ঘটেছিল সেটাও জানিয়েছিলেন তিনি।
বোলপুরে শুটিং করতে গিয়েছিলেন বিপ্লব। যে হোটেলে উঠেছিলেন সেখানে আরো এক টুরিস্ট পরিবার উঠেছিল। তাঁদের মেয়ে অভিনেতাকে দেখে রীতিমতো পালিয়ে বাঁচেন। পরে মেয়েটির বাবা অভিনেতাকে জানিয়েছিলেন, বিপ্লব চট্টোপাধ্যায়কে দেখে ভয় পেয়ে পালাতে গিয়ে নাকি পা ভেঙে ফেলেছেন তাঁর মেয়ে।
পালটা অভিনেতা জিজ্ঞাসা করেছিলেন, মেয়ে কীসে পড়েন? আর্ট কলেজে পড়ে শুনে বিপ্লব চট্টোপাধ্যায় পরামর্শ দিয়েছিলেন, মেয়েকে শোকেসে সাজিয়ে রাখতে। হাসির ফোয়ারা উঠেছিল সেটে।