বাংলাহান্ট ডেস্ক: নব্বই দশকের সুপারহিরো ‘শক্তিমান’ (Shaktimaan) আসছে সিনেমা হয়ে। বড়পর্দায় নাকি শক্তিমান চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে (Ranveer Singh)। নির্মাতাদের তরফে ‘৮৩’ অভিনেতার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। রণবীরেরও নাকি চিত্রনাট্য বেশ পছন্দ হয়েছে। কিছুদিন আগেই ছড়িয়ে পড়া এই খবরের সত্যতা নিয়ে এবার সন্দেহ প্রকাশ করছে নেটনাগরিকদের একটা বড় অংশ।
সোনি পিকচার্স এন্টারটেনমেন্টের তরফে শক্তিমান ছবিটি তৈরি করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ওই সংস্থায় আপাতত ছবিটি নিয়ে কোনো অগ্রগতিই হয়নি। অথচ রণবীরকে নাকি নির্মাতারা চিত্রনাট্য পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। তাহলে ছবিটা বানাচ্ছে কে? উঠতে শুরু করেছে প্রশ্ন।
এবার বিষয়টা নিয়ে মুখ খুলেছেন আসল ‘শক্তিমান’ মুকেশ খান্না (Mukesh Khanna)। তিনিই নিজের সুপারহিরো শোয়ের স্বত্ব বিক্রি করেছেন সোনি পিকচার্স এন্টারটেনমেন্টকে। তিনি বলেন, সবাই তাঁকে বলতেন যে শক্তিমান ২ নিয়ে আসতে। শোটিকে আবারো ছোটপর্দায় আনতে চাইছিলেন না তিনি। তাই সোনি পিকচার্সের সঙ্গে হাত মিলিয়েছিলেন।
এখনো প্রশ্ন উঠছে, প্রোজেক্টটা কতদূর এগোলো? কিন্তু মুকেশ বলেন, ছবিটি অনেক বড় মাপে তৈরি হচ্ছে। অন্তত ৩৫০ কোটি টাকা বাজেটের তো হবেই। এই ধরণের ছবির সবকিছু ঠিকঠাক না হওয়া পর্যন্ত কিছু বলতে পারবেন না।
প্রবীণ অভিনেতা আরো বলেন, “এই ছবিটা স্পাইডার ম্যান নির্মাতারা বানাচ্ছেন। কিন্তু শক্তিমান দেশি হবে। তবে ছবির চিত্রনাট্য আমি নিজের মতো করে বানিয়েছি। ওদের কাছে আমার এটাই শর্ত ছিল যে ওরা গল্প বদলাতে পারবেন না। মানুষ এটাও জিজ্ঞাসা করেন যে শক্তিমান কে হবে। সেটা আমি এখনো না বললেও এটুকু বলতে পারি মুকেশ খান্নাকে ছাড়া শক্তিমান হবে না। কারণ অন্য কেউ শক্তিমান হলে গোটা দেশের কেউ মেনে নেবে না।”
গত ফেব্রুয়ারি মাসে সোনি পিকচার্সের তরফে শক্তিমান ছবির টিজার শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা ছিল, ‘ভারত ও গোটা বিশ্বে আমাদের অনেক সুপারহিরো ছবি জনপ্রিয়তা পাওয়ার পর এবার সময় এসেছে আমাদের দেশি সুপারহিরোর!’ তারপর থেকেই উন্মাদনা ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে।