বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মাঠে তার আগ্রাসী স্বভাবের জন্য পরিচিত। খেলার সঙ্গে তিনি এতটাই একাত্ম হয়ে যাচ্ছে অনেক সময় কি করছেন তার হুঁশ থাকে না। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি এমনই কিছু করে ফেলেছিলেন যা তৎক্ষণাৎ চোখে না পড়লেও পরবর্তীতে নজরে এসেছে সকলের। আমি সেই ঘটনার জন্য নেটিজেনদের কাছে সোশ্যাল মিডিয়ায় নিন্দার শিকার হচ্ছেন পান্ডিয়া।
বর্তমানে মাঠে স্টাম্প মাইক্রোফোন খুব সক্রিয় থাকায় ক্রিকেটারদের অনেক কথাবার্তা এই সকলের কাছে চলে আসে যায় একসময় ক্রিকেটপ্রেমীরা শুনতে পেত না। এমনই একটা ভিডিওতে হার্দিকের গলা পাওয়া গিয়েছে। আশেপাশের বক্তব্য এবং হার্দিকের গলা শুনে অনুমান করা হচ্ছে যে তিনি অধিনায়ক রোহিত শর্মা কে কটুক্তি করছেন। ভিডিওটি সামনে আসার পর থেকেই হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেটভক্তরা।
যদিও এখনও নিশ্চিত করেই বলা যাচ্ছে না যে হার্দিক রোহিতের উদ্দেশ্যেই এই কথাগুলো বলছেন কারণ স্পষ্ট কোন প্রমাণ নেই। কিন্তু বক্তব্যটির শুনে মনে হয়েছে যে তার ওভারের সময়ে ফিল্ড প্লেসিং কর্ণ নিয়ে দুজনের মধ্যে কিছুটা তর্ক হয় এবং তখনই হার্দিক বলেন যে আমি যখন বলছি আমার কথা শোনো, অন্য কে কী বলল তা নিয়ে মাথা ব্যথা করতে হবে না। কিন্তু এই কথাটি অত্যন্ত খারাপ ভাষায় বলে উঠেন হার্দিক।
Seriously what the fu*k, how he’s abusing #ViratKohli it’s not good at all
Arrogant Hardik Pandya abusing his own teammates.
Btw some saying he’s abusing Rohit sharma, #HardikAbusedRohit #हार्दिक_पांड्या_भडवा_हैं
Support the trend pic.twitter.com/790cAS3VjO
— Gautam Arora (@RealGotiArora) July 10, 2022
আগে কেউ চলাকালীন গুজরাট টাইটান্সের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির প্রতিও এভাবেই কিছু ন্যক্কারজনক জন্য মন্তব্য করতে দেখা গিয়েছিল গুজরাট টাইটানস অধিনায়ককে। ভবঘুরে দিয়ে বলেছেন যে একটিমাত্র আইপিএল ট্রফি ওতেই নিজের সিনিয়রদের বিরুদ্ধে এই রকম ব্যবহার করা কি যুক্তিযুক্ত। বলাই বাহুল্য এতে যে হার্দিক পান্ডিয়ার কিছু যায় আসবে না তারা সকলেই জানেন। কারণ তিনি স্বাভাবিকভাবেই এই রকম স্বভাবের। ফলে তাকে নিজেকে পরিবর্তন করতে গেলে তার খেলার ওপরও প্রভাব ফেলতে পারে সেটি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার