বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির মতো ধারাবাহিক ক্রিকেটার খুব কম এসেছে। কিন্তু গত দু’বছর ধরে অফ ফর্মের সঙ্গে যুঝতে হচ্ছে তাকে। একসময় শতরান করাকে ডাল-ভাতে পরিণত করে নেওয়া বিরাট এখন একটি ভদ্রস্থ স্কোর করতেও সমস্যায় পড়েছেন। তার আর ভারতীয় দলে থাকা উচিত কিনা সেই নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে।
চলতি বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হতে চলেছে বিশ্বযুদ্ধের আসর। কিন্তু সেই দলে বিরাট কোহলির জায়গা পাওয়া উচিত কিনা তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ ক্রিকেট সমর্থকরাও। গত আইপিএলে বিরাট কোহলি একদমই ফরমেট ছিলেন না। তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৬। জীবনের সবচেয়ে খারাপ আইপিএলটা ২০২২-এই খেললেন তিনি। উল্টোদিকে ভারতীয় দলে এবং আইপিএলেও একাধিক এমন ব্যাটার উঠে এসেছে যারা তিন নম্বরে বিরাট কোহলির অভাব অতি সহজেই পূরণ করতে পারবে। শ্রেয়স আইয়ার, দীপক হুডা, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুলের মতো তারকারা নিঃসন্দেহে গতকিছু সময় ধরে বিরাটের চেয়ে ভালো ফর্মে রয়েছেন।
এই সময় ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব বিরাট কোহলির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছেন যে তিনি মনে করেন বিরাট কোহলি টি-টোয়েন্টি ফরম্যাটের দল থেকে বাদ পড়া উচিত। তিনি তার স্বপক্ষে যুক্তি সাজে বলেছেন যে অশ্বিন যদি টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠ বোলারদের মধ্যে একজন হয়ে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়তে পারে দলের স্বার্থে তাহলে বিরাট কোহলি কেন নয়। প্রসঙ্গত ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলে ৯ বলে ১২ রান করেছেন বিরাট।
এবার বিরাট কোহলির হয়ে ব্যর্থ হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কেন কোহলি কে বাদ দেওয়া যাবে না সেই জবাবে ভারতীয় অধিনায়ক বলেছেন যে বাকি সকলে বাইরে বসে ম্যাচ দেখছেন দলের ভেতরে অনুশীলনের সময় কি হচ্ছে তা কেউ জানে না। বিশেষজ্ঞরা বাইরে বসে ম্যাচ দেখেন তাই সেই অনুযায়ী তাদের নিজস্ব চিন্তাভাবনা তৈরি হয়। আমরা দল তৈরি করি, আমরা খেলোয়াড়দের খারাপ সময়ে তাদের সমর্থন ও সুযোগ দিই। বাইরে বসে এসব বোঝা যায় না। তাই বাইরে কে কি বলছে সেটা আমাদের কাছে খুব একটা প্রয়োজনীয় নয়। তবে ভেতরে কি ঘটছে কি চলছে সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।