বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে হাফিজুল মোল্লা (Hafizul Molla) নামে এক যুবকের আচমকা প্রবেশ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। মুখ্যমন্ত্রীর জেড প্লাস নিরাপত্তাকে এড়িয়ে কিভাবে সেই ব্যক্তিটি তাঁর বাড়িতে প্রবেশ করল, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করার পাশাপাশি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তথা সিটকে (SIT) গোটা ঘটনার তদন্তের দায়ভার দেওয়া হয় আর এবার এই ঘটনা সম্পর্কিত একটি রিপোর্ট পেশ করল তারা, যা এই বিতর্ককে আরো উস্কে দিয়েছে।
সম্প্রতি গভীর রাতে সকল নিরাপত্তা এড়িয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করে এক যুবক। যদিও পরবর্তী ক্ষেত্রে হাফিজুল মোল্লা নামে যুবকটিকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে দাবি করেন তার পিতা। তবে পরবর্তীতে তদন্তের দায়ভার দেওয়া হয় সিটকে আর তাদের প্রাথমিক রিপোর্টে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সিটের দাবি অনুযায়ী, হাফিজুল মোল্লার কাছ থেকে বর্তমানে লজেন্স এবং বিস্কুট সহ মোট ১১ টি মোবাইলের সিম পাওয়া গিয়েছে। আরো জানা গিয়েছে যে, যেদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত, তার আগেও বহুবার ঘটনাস্থলে উপস্থিত হয় সে। এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কে কোন স্থানে থাকে কিংবা কোথা দিয়ে প্রবেশ করলে কোন রকম অসুবিধা হবে না, সে সকল জানাই ছিল তার উদ্দেশ্য।
হাফিজুল মোল্লাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সিটের নিকট একাধিক নতুন তথ্য উঠে এসেছে। সিটের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিকটবর্তী স্থানে ছোট ছোট ছেলে-মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার জন্য সব সময় নিজের কাছে লজেন্স এবং বিস্কুট রাখতো অভিযুক্ত। এক্ষেত্রে তাদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করাই ছিল তার উদ্দেশ্য। এমন কি ঘটনার দিনের পূর্বেও সে বহুবার এলাকায় যায় বলে জানা গিয়েছে।
ফলে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে, আদৌ কি অভিযুক্তের বাবা সঠিক কথা বলছেন? সম্প্রতি হাফিজুল মোল্লার বাবা দাবি করেন যে, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। তবে এহেন এক মানুষের পক্ষে এত পরিকল্পনা করা কিভাবে সম্ভব, সে বিষয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। ফলে এই ঘটনার পেছনে অভিযুক্তের কি উদ্দেশ্য ছিল, তা খুঁজে বার করতেই তৎপর হয়েছে সিট।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার