অস্বস্তি আরো বাড়ল লীনা মণিমেকালাইয়ের, ‘কালী’ পোস্টার বিতর্কে সমন পাঠাল দিল্লি আদালত

বাংলাহান্ট ডেস্ক: পরিচালক লীনা মণিমেকালাই (Leena Manimekalai) এর নতুন তথ‍্যচিত্র ‘কালী’ (Kaali) নিয়ে বিবাদ উত্তরোত্তর বাড়ছে। তথ‍্যচিত্রটির একটি পোস্টার ঘিরেই বিতর্ক দাবানলের আকার ধারণ করেছে। হিন্দু দেবী মা কালীকে অবমাননার অভিযোগে রীতিমতো মুণ্ডপাত করা হচ্ছে লীনার। খুন, ধর্ষণের হুমকির সঙ্গে একাধিক অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। অস্বস্তি আরো বাড়িয়ে দিল্লির এক আদালত সমন জারি করল পরিচালকের বিরুদ্ধে।

বিতর্ক শুরু হয় লীনার তথ‍্যচিত্র ‘কালী’র একটি পোস্টার থেকে। সেখানে এক মহিলাকে মা কালীর রূপে সাজিয়ে তার এক হাতে সিগারেট আর একহাতে LGBTQ সম্প্রদায়ের পতাকা দেওয়া হয়েছিল। পোস্টারটি নিয়ে বিতর্ক চড়তেই ক্ষোভ গিয়ে পড়ে লীনা মণিমেকালাই এর উপরে।

Leena 3
দিল্লির এক আদালতে লীনা সহ অন‍্য কয়েকজনের বিরুদ্ধে হিন্দু ধর্মাবেগে আঘাতের অভিযোগ আনা হয়। আলাদতের তরফে পরিচালককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ অগাস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব‍্য করেননি লীনা মণিমেকালাই।

তবে সম্প্রতি একটি টুইট করেছিলেন তিনি। ক্রমাগত হুমকি পেয়ে চলেছেন পরিচালক। তার মধ‍্যে একটি হুমকি বার্তার স্ক্রিনশট শেয়ার করেছেন লীনা, যেখানে তাঁকে গরম রড ঢুকিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। স্ক্রিনশটটি শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন লীনা।

পরিচালক লিখেছেন, ‘এই লোকটা ‘হিন্দু’ হয় কীকরে? এই লোকটার ‘বিশ্বাস’ থাকতে পারে কীকরে? এর ‘আবেগ’ই বা কীকরে থাকতে পারে? একটা ছবির পোস্টার তাকে ‘আঘাত’ কীভাবে দেয়? এ একজন ধর্ষক! দিল্লি পুলিস, লখনউ পুলিস, গুয়াহাটি পুলিস আপনারা এই লোকটাকে অনুমতি দিচ্ছেন আমাকে আক্রমণ কথার আর এফআইআর নিয়ে আমাকে তাড়া করছেন!’

একাধিক এফআইআর দায়ের হওয়ার পর পরিচালক জানান, ‘এক সন্ধ‍্যার ঘটনাবলীকে ঘিরে এই ছবির বিষয়বস্তু আবর্তিত হয়, যখন কালী টরন্টোর রাস্তায় আবির্ভূতা হন।’


Niranjana Nag

সম্পর্কিত খবর