সুচিত্রা সেনের নাতনি হওয়া সহজ নয়, তারকা সন্তান হয়েও কাজ পেতেন না, বহিরাগতদের অনেক সুবিধা: রাইমা সেন

বাংলাহান্ট ডেস্ক: বলিউড থেকে টলিউড, তারকা বাবা মায়ের পথ অনুসরণ করে সন্তানরাও পা রাখেন অভিনয় জগতে। তবে বলিউডে নেপোটিজম নিয়ে যতটা ক্ষোভ রয়েছে, বাংলা ইন্ডাস্ট্রিতে তার থেকে অনেকটাই কম। অভিনেত্রী রাইমা সেনও (Raima Sen) তারকা সন্তান। মহানায়িকার নাতনি। এখন অবশ‍্য তাঁর তারকা সন্তান তকমাটা গৌণ হয়ে গিয়েছে। একজন দক্ষ অভিনেত্রী হিসাবে জনপ্রিয় হয়েছেন রাইমা।

কিন্তু সফরটা কি খুব সহজ ছিল? অভিনেত্রী জানালেন, না। সুচিত্রা সেন, মুনমুন সেনের উত্তরসূরী হওয়ার চাপটা ছিল মাথার উপরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাইমা জানান, তিনি যখন কেরিয়ার শুরু করেন তখন তাঁকে নিয়ে সবার অনেক প্রত‍্যাশা ছিল। আর সেটাই স্বাভাবিক‌। কারণ তিনি তখন অভিনয় জগতে পা রেখেছিলেন রাইমা হিসাবে নয়। বরং সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের মেয়ে হিসাবে।

Raima
রাইমা বলেন, “সবাই তখন থেকেই আমাকে বিচার করতে শুরু করে দিয়েছিল। সবাই ভাবত আমার সব জানা উচিত ছিল আগে থেকে। আমার মতে, একজন তারকা সন্তানের জন‍্য শুরুটা খুব কঠিন হয়। একজন বহিরাগত নবাগতার পক্ষে বিষয়টা অনেক সোজা। কারণ তার উপরে কোনো চাপ থাকে না। কিন্তু একজন তারকা সন্তান যখন নিজের প্রথম ছবিতে অভিনয় করছে তখন তাকে বিচার করা হবেই।”

বলিউডকে কটাক্ষ করে রাইমা আরো বলেন, সুচিত্রা সেন ঐতিহ‍্যের সূত্রপাত করে গিয়েছিলেন। কিন্তু তাঁর নাতনির পক্ষে সঞ্জয় লীলা বনশালির ছবি দিয়ে অভিষেক করা সম্ভব ছিল না। অনেক ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি। অনেক অডিশনও দিতে হয়েছিল। তারকা সন্তান বলে ইন্ডাস্ট্রি সবকিছু মুখের সামনে তুলে ধরেনি।

ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ রাইমাকে নিজের জোরে পরিচিতি পাওয়ার স্বীকৃতি দিয়েছিল। দর্শক মুগ্ধ হয়েছিল তাঁর অভিনয়ে। মূলত আর্ট ফিল্মেই বেশি অভিনয় করেছেন রাইমা। সম্প্রতি মরাঠি ছবি ‘অন‍্য’তে দেখা গিয়েছিল তাঁকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর