বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে ক্রমশ বাড়ছে নিত্যযাত্রীদের সংখ্যা। এমতাবস্থায়, গণপরিবহনগুলিতেও বাড়ছে ভিড়ের চাপ। এমনিতেই ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। পাশাপাশি দূরপাল্লার যাত্রার ক্ষেত্রেও ট্রেনের জুড়ি মেলা ভার। যার ফলে ট্রেনের পরিষেবাকে আরও উন্নত করতে তৎপর হয়েছে রেল। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় রেল (Indian Railways)-এর তরফে।
যাত্রী স্বাচ্ছন্দ, ট্রেনের গতিবেগ এবং নিরাপত্তার উপর বাড়তি জোর দিচ্ছে কর্তৃপক্ষ। এমতাবস্থায়, আরও একটি মাইলফলক স্পর্শ করল রেল। পাশাপাশি সেই প্রসঙ্গটির উপস্থাপনা করেছেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত, এবার ১৮০ কিলোমিটার বেগে ট্রেন চালানোর ক্ষেত্রে সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে। আর এই সংক্রান্ত ভিডিও সকলের সাথে ভাগ করে নিয়েছেন রেলমন্ত্রী। পাশাপাশি সেখানে তিনি জানিয়েছেন এটাই হল, “নতুন ভারতের নতুন গতি”। শুধু তাই নয়, ভিডিওটি রীতিমতো ভাইরাল হতেও শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ওয়েস্ট-সেন্ট্রাল রেলওয়ের কোটা-নাগডা সেকশনে একটি LHB AC ডাবল ডেকার কোচ ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে ছুটছে। মূলত, এটি একটি ট্রায়াল ছিল। আর সেই ট্রায়ালেই এসেছে চূড়ান্ত সফলতা। পাশাপাশি ট্রেনটির স্পিডোমিটারটিও ওই ভিডিওটিতে দেখানো হয়। যেখানে দেখা গিয়েছে স্পিডোমিটারটির কাঁটা ছুঁয়ে গিয়েছে ১৮০ কিলোমিটারের গতি।
এদিকে, এই ভিডিওটিই বর্তমানে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দর্শক সংখ্যাও। এখনও পর্যন্ত ১ লক্ষ ১৫ হাজারেরও বেশি জন ভিডিওটি দেখেছেন। সেই সঙ্গে ভারতীয় রেলের এই অভিনব উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন সকলে। সর্বোপরি, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে একটি ঘোষণার মাধ্যমে জানিয়েছেন, আগামী মাসেই অর্থাৎ আগস্টে বন্দে ভারতের আপগ্রেডেড সংস্করণের চালু করা হবে।
পাশাপাশি, তিনি আরও জানান, আপাতত বন্দে ভারত এক্সপ্রেসের দু’টি আপগ্রেডেড সংস্করণ আসছে। এছাড়াও, দ্বিতীয় আপগ্রেডেড সংস্করণটি পরের মাসে অর্থাৎ আগস্টের মধ্যে ট্র্যাকে পৌঁছে যাবে। যেখানে তৃতীয় আপগ্রেডেড সংস্করণ আসতে কিছুটা সময় লাগবে। অর্থাৎ, রেল পরিষেবাকে আরও গতিশীল করে তুলতে বদ্ধপরিকর হয়েছে সংশ্লিষ্ট সংস্থা।