বাংলা হান্ট ডেস্কঃ বিগত এক মাসের মধ্যে এই নিয়ে পরপর দু’বার ঘটলো দুর্ঘটনা। ভাগ্যক্রমে দু’বারই বেঁচে গেলেও একইভাবে দু’বার এহেন ঘটনা যথেষ্ট জল্পনার সৃষ্টি করেছে বঙ্গ রাজনীতিতে। বর্তমানে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) এবং তাঁর কনভয়।
কয়েকদিন পূর্বেই পূর্ব মেদিনীপুরের কাছে বিরোধী দলনেতার কনভয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই বিতর্ক এখনো থামেনি, তার মধ্যেই আবার গতকাল রাতে কালিকাপুরের নিকট শুভেন্দু অধিকারীর কনভয় অন্তর্গত একটি পুলিশের গাড়িতে ধাক্কা মেরে বসে এক লরিচালক। দুর্ঘটনার জেড়ে গাড়িটির সামনের লুকিং গ্লাস ভেঙে যায় বলে খবর। সম্পূর্ণ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যদিও পরবর্তীতে লরির চালকটিকে পাকড়াও করে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, গতকাল রাত এগারোটার সময় শুভেন্দু অধিকারীর কনভয়ে আচমকা এসে ধাক্কা মারে একটি লরি। দুর্ঘটনার কেন্দ্রস্থল কালিকাপুর এলাকা। এক্ষেত্রে বিজেপি নেতার গাড়ি কালিকাপুর এলাকা থেকে বাইপাসের মাধ্যমে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছিল। তবে তাঁর সঙ্গে যে আচমকা দুর্ঘটনা ঘটে যাবে, তা ঘুণাক্ষরে টের পাননি শুভেন্দুবাবু।
পুলিশ সূত্রে খবর, সেই মুহূর্তে আচমকাই কনভয়ের পেছনে পুলিশের গাড়িতে এসে ধাক্কা মারে এক লরি চালক। তৎক্ষণাৎ লুকিং গ্লাস পর্যন্ত ভেঙে যায়। প্রথমে হতচকিত থেকে গেলেও পরবর্তীতে ওই লরি চালকটিকে গ্রেফতার করা হয়। স্থানীয় থানার পুলিশও তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করা হয় ওই লরিচালকটিকে। সূত্র মারফত জানা গিয়েছে যে, মত্ত হয়ে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনাটি ঘটিয়েছে অভিযুক্ত ব্যক্তি। তার শারীরিক পরীক্ষায় এর প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, কয়েকদিন পূর্বেও পূর্ব মেদিনীপুরের অন্তর্গত মারিশদা থানার নিকট বিজেপি নেতার কনভয়ে প্রথম দুর্ঘটনাটি ঘটে, যেখানে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে এক দেহরক্ষীর বাহনে। এর ফলে প্রবল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সেটি। বর্তমানের ঘটনায় অভিযুক্তের মত্ত থাকার অভিযোগ সামনে উঠে আসলেও পরপর দুবার শুভেন্দু অধিকারীর কনভয়ে একইরকম ভাবে দুর্ঘটনা কি করে ঘটলো, সে বিষয়ে অবশ্য জল্পনার সৃষ্টি হয়েছে।