বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘতম এবং ক্ষুদ্রতম ফরম্যাটের লড়াই শেষ। টেস্ট সিরিজ ভারতের হাত থেকে একটুর জন্য হাতছাড়া হয়ে গেলেও টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। এবার অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে বিদেশের মাটিতে প্রথম ওডিআই সিরিজ খেলতে নামবে মেন ইন ব্লুজ। লন্ডনের ওভালে আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ।
এই মুহূর্তে ওডিআই র্যাঙ্কিংয়ে চার নম্বরে রয়েছে ভারত। জয়ের জন্য তারা তাকিয়ে থাকবে প্রধানত দুই জন ক্রিকেটারের দিকে। প্রথমজন হলেন দুর্দান্ত ফর্মে থাকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোট কাটিয়ে মাঠে ফেরার পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। সম্প্রতি বল হাতেও নিজের ছন্দ খুঁজে পেয়ে গিয়েছেন তারকা অলরাউন্ডার। সেই সঙ্গে সঙ্গে সূর্যকে মর্যাদা বেয়ে ওপরে চোখ থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। শুরুতেই বেশকিছু উইকেট করলে বা বড় পার্টনারশিপ হলে মিডল অর্ডারে ভারতের স্কোরবোর্ডকে সঞ্চালনা করার ক্ষেত্রে তাঁর বড় ভূমিকা থাকবে। বিরাট কোহলি খেলতে পারবেন কিনা সে নিয়ে এখনো কোনও নিশ্চয়তা নেই। তিনি না নামলে তার জায়গায় খেলতে পারেন শ্রেয়স আইয়ার।
কিছুদিন আগেই এই ফরম্যাটে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছিল এই মুহূর্তে আইসিসি ক্রমতালিকায় দুই নম্বরে থাকা ওয়ান ডে দল ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ খাওয়ানোর পর এই সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স করতে মুখে থাকবেন বাটলাররা। ওপেনার হিসেবে জনি বেয়ারস্টো উপস্থিতি একটু স্বস্তি দিতে পারে জেসন রয় কে চিনি টি-টোয়েন্টি সিরিজে একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারেননি। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের রয়েছে অত্যন্ত গভীরতা। ৯ নম্বর অবধি ব্যাটারদের প্রত্যেকেই ব্যাট করতে পারেন। ফলে এই ফরম্যাটে ভালো রকম ব্যাগ দেবে ভারতকে।
সম্ভাব্য ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, স্যাম ক্যারান, ডেভিড উইলি, ম্যাট পার্কিনসন, রিস টপলি,
ভারতের সম্ভাব্য একাদশ:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা, যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল,