বাংলাহান্ট ডেস্ক: ভিন্ন ধারার সিরিয়াল আনার জন্য আলাদা জনপ্রিয়তা রয়েছে জি বাংলা চ্যানেলের। অগ্নিপরীক্ষা, অন্দরমহল, ভুতুর মতো অনেক সিরিয়াল হিট হয়েছে দর্শক মহলে। এমনি সম্পূর্ণ ভিন্ন গল্প নিয়ে শুরু হয়েছিল একটি সিরিয়াল, ‘ফিরকি’ (Firki)। তৃতীয় লিঙ্গের মানুষদের জীবনকাহিনি, সমাজে স্বীকৃতি পাওয়ার জন্য তাঁদের লড়াই উঠে এসেছিল সিরিয়ালে। কিন্তু দূর্ভাগ্যবশত মাঝপথেই আচমকা বন্ধ করে দেওয়া হয়েছিল ফিরকি।
গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষও এই সিরিয়ালে অভিনয় করেছিলেন। তাঁদের মধ্যে একজন হলেন সুজি ভৌমিক (Suzi Bhowmik)। সমাজের চোখরাঙানি, অবহেলার বিরুদ্ধে লড়ে সুজয় থেকে সুজি হয়েছেন তিনি। অভিনয় জগতে প্রতিষ্ঠাও পেয়েছেন। হঠাৎ করেই আবারো সংবাদ শিরোনামে অভিনেত্রী।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রথমে সুজি লিখেছিলেন, ‘শরীর টা ভালো না। হসপিটালে ভর্তি হলাম।’ তারপর হাসপাতালের বেডে শুয়ে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। লিখেছিলেন, ‘পরীক্ষা চলছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তোমরা যারা যারা আমার জন্য উদগ্রীব সবাইকে অনেক ভালবাসা আর ধন্যবাদ। তোমাদের ভালবাসাই আমার ওষুধ।’
তারপরেই একটি বড় বার্তায় সুজি সবাইকে আশ্বস্ত করে লেখেন, ‘তোমরা যারা যারা আমার অসুস্থতার কারণে উদগ্রীব হয়ে উঠেছিলে তোমাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আজ তোমাদের ভালোবাসা আছে বলেই আমিও ভাল আছি আর তোমাদের ভালোবাসা তোমাদের শুভ কামনাই আমাকে বাঁচিয়ে রেখেছে। তোমরা এতো ভালোবাসো তাই যমেও আমাকে ছুঁতে চায় না।’
তিনি আরো লিখেছেন, ‘আমার অনেক কিছুই টেস্ট হয়েছে অনেক পরীক্ষা হয়েছে তো কিছু কিছু প্রবলেম দেখা দিয়েছিল যেগুলো এখন সম্পূর্ণ মেডিকেশনের সুস্থতার পথে। তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ অনেকেই তোমরা মেসেজ করেছ আমি সবাইকে রিপ্লাই করতে পারিনি আমি একসাথে এখানে তোমাদের সবাইকে ধন্যবাদ জানালাম। আমার লড়াইয়ের শক্তি তোমরা, তোমরাই আমার সুস্থতার ওষুধ। আমি বাড়ি ফিরেছি খুব ভালোভাবে।’
সুজি জানান, আচমকাই তাঁর বুকে আর তলপেটে ব্যথা হতে শুরু করে। কী কারণে ব্যথা হয়েছে তা জানার জন্যই পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তবে এখন তিনি অনেকটাই সুস্থ বলেও জানিয়েছেন সুজি। তাঁর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।