দার্জিলিংয়ে বাজার দর্শন থেকে শিশুদের চকোলেট উপহার! গুরুপূর্ণিমায় শিশুস্নেহে ‘বাংলার মেয়ে’

বাংলা হান্ট ডেস্কঃ ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে গত বছর বিধানসভায় জয়লাভের ফলে পরপর তিনবার বাংলায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিগত ১২ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতাকে সর্বদাই মানুষের সংস্পর্শে থাকতেই বেশি দেখা যায়। কলকাতা (Kolkata) থেকে শুরু করে বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গ (North Bengal) সফরে সময় পেলেই কখনো মোমো কিনতে হোক কিংবা কখনো সবজি বাজারে মানুষের ভিড়ে দৌড়ে যান তিনি।

বর্তমানে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেও সেই একই ধারা বজায় রাখলেন বাংলার ‘দিদি’। এদিন দার্জিলিঙে স্থানীয় মার্কেট ঘুরে দেখার পাশাপাশি লোকজন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। গতকালই ছোট ছোট ছেলেমেয়েদের ফুচকা খাওয়াতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে আর এদিন তাঁর ঝুলি থেকে বেরিয়ে এলো চকোলেট। এদিন সকালে দার্জিলিংয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে স্থানীয় মার্কেটে ঢুকে সেখানকার ব্যবসায়ী এবং সবজি বিক্রেতাদের সঙ্গে খোশমেজাজের গল্প সারেন। একই সঙ্গে এক কর্মীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, “এক কেজি লঙ্কা খেতে পারলে তোমাকে আমি পুরস্কার দেবো।”

উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে বেশ হাসিখুশি মেজাজেই ধরা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গতকাল একটি ফুচকার দোকানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে উদ্বোধনের পাশাপাশি নিজে থেকে ফুচকা বানানোতেও হাত দেন তিনি ল। এরপর সেখানে উপস্থিত ছোট ছোট ছেলেমেয়েদের হাতে করে খাইয়ে দেন মুখরোচক ফুচকা আর এক্ষেত্রেও সেই ধারা বজায় রাখলে তিনি। তবে এদিন তাঁর ঝুলি থেকে বেরোলো চকলেট।

Mamata banerjee

এলাকায় উপস্থিত এক শিশুকে কোলে তুলে নেওয়ার পাশাপাশি বাকিদের হাতে চকোলেট তুলে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, “আজ গুরুপূর্ণিমা। এটাই আমার কাছে শিশু দিবস। তাই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে দিনটা উদযাপন করা শ্রেয়।” স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত কাছ থেকে দেখতে পেয়ে আপ্লুত পাহাড়বাসী।

Sayan Das

সম্পর্কিত খবর